ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা সিরিজে থাকছেন না ওভারটন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মাঠে যেন ১১ জন বনাম ২ জন খেলছিল: ব্রুক

৮ ঘন্টা আগে
ইংল্যান্ড দল, ফাইল ফটো

জেমস অ্যান্ডারসন ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয়ার পর জেমি ওভারটনকে নিয়েই স্বপ্ন বুনছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যদিও আগামী কয়েকটি সিরিজে সেই স্বপ্ন পূরণ হচ্ছে না ইংল্যান্ডের। ইনজুরির কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেলেন ওভারটন।


পেস বোলিং এই অলআউন্ডারের পিঠের নিচের অংশে স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়েছে। যার ফলে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তাকে পাচ্ছে না ইংল্যান্ড। সারের ৩০ বছর বয়সী এই ক্রিকেটার এ নিয়ে দ্বিতীয়বার একই চোটে পড়লেন।


promotional_ad

ইংলিশ কাউন্টি দল সারের একজন মুখপাত্র বলেন, 'আমরা নিশ্চিত করতে পারি যে, জেমি ওভারটন পিঠের নিচের অংশে স্ট্রেস ফ্র্যাকচারে ভুগছেন। এখনই তার ফেরার কোনো সময়সীমা দেখা যাচ্ছে না, তবে তিনি সারে মেডিকেল বিভাগের নির্দেশনায় পুনর্বাসন চালিয়ে যাবেন।'


ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত কেবল একটি টেস্টই খেলেছেন ওভারটন। ২০২২ সালের জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে অভিষেক হয়েছিল তার। সেই ম্যাচে দলের বিপর্যয়ে ব্যাটিংয়ে নেমে জনি বেয়ারস্টোর সঙ্গে সপ্তম উইকেটে ২৪১ রানের জুটি গড়েন তিনি।


সেই ইনিংসে তার ব্যাটে আসে ৯৭ রান। পরে বল হাতেও ২ উইকেট নেন ওভারটন। এরপর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অবশ্য খেলা হয়নি তার। অ্যান্ডারসন ফেরার কারণেই মূলত খেলা হয়নি তার।


তারপর স্ট্রেস ফ্র্যাকচারের কারণে অ্যাশেজ সিরিজ থেকেও ছিটকে পড়েন ওভারটন। আগামী জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ও আগস্ট-সেপ্টেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টেস্ট খেলবে ইংল্যান্ড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball