ভারত-পাকিস্তান ম্যাচে নিরাপত্তা জোরদার করছে আয়োজকরা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকায় বিমান দুর্ঘটনায় মন কাঁদছে পাকিস্তানি ক্রিকেটারদের
১১ ঘন্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে এই মহাযজ্ঞ। আগামী ৯ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। কিন্তু তার আগেই এই ম্যাচকে ঘিরে জঙ্গি হামলার হুমকি দেয়া হয়েছে।
আর এই হামলার হুমকি পাওয়ার পরই নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই ব্যাপারে হস্তক্ষেপ করছেন নিউইয়র্ক শহরের গভর্নর কার্যালয়। ইতোমধ্যেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তারা। এক বিবৃতিতে তারা জানিয়েছেন, ‘এই মুহূর্তে জনজীবনে নিরাপত্তায় বিশ্বাসযোগ্য কোনো হুমকি নেই।’

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল বলেন, ‘নিউইয়র্ক পুলিশকে বলেছি নিরাপত্তা জোরদার করতে। এর মধ্যে রয়েছে আইনের প্রয়োগ, নজরদারি এবং যাচাই-বাছাই করা। জনগণের নিরাপত্তাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্রিকেট বিশ্বকাপ যেন নিরাপদ এবং উপভোগ্য হয়, তা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
৮ বছর পর টেস্ট দলে ডসন
১৩ ঘন্টা আগে
এদিকে ইএসপিএন ক্রিকইনফো তাদের সংবাদে লিখেছে, কর্তৃপক্ষ হুমকির প্রতি সমর্থনমূলক এমন কোনো প্রমাণই এখনো পায়নি। আর তাই হুমকিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে না তারা। তবে এই ব্যাপারে নজর রাখছে দেশটি।
আইসিসির এক মুখপাত্র বলেন, ‘সবার নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম অগ্রাধিকার। আমাদের খুব ভালো এবং শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা আছে। এই আয়োজনে যেকোনো ধরনের ঝুঁকি কমাতে বৈশ্বিক পরিস্থিতিতে নজর রাখার পাশাপাশি আয়োজক দেশের কর্তৃপক্ষের সঙ্গেও নিবিড়ভাবে কাজ করা হচ্ছে।’
ম্যানহাটন থেকে ২৫ মাইল পূর্বে অবস্থিত নাসাউ কাউন্টি স্টেডিয়ামে এই টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮টি ম্যাচ হবে। ক্রিকইনফোর দাবি শুধু এই মাঠেই নয়, পুরো আসরজুড়েই সমান নিরাপত্তার ব্যবস্থা রাখছে আয়োজকরা।