কলকাতার রিটেইন তালিকায় নাম না দেখে কেঁদেছিলেন ভেঙ্কটেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের আগে মোট ছয় ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে রিটেইন করেনি কলকাতা। তালিকায় নিজের নাম না দেখে কেঁদেছিলেন ভেঙ্কটেশ।


আইপিএলে নিজেদের হাতে গড়া ক্রিকেটারদের রিটেইন করতে দেখা গেছে কলকাতাকে। ১৩ কোটি রুপিতে তারা রিটেইন করেছে রিঙ্কু সিংকে। এ ছাড়া দলের অন্যতম দুই স্তম্ভ আন্দ্রে রাসেল ও সুনীল নারিনেও রিটেইন করেছে তারা।


promotional_ad

এই দুজনের মতো বরুণ চক্রবর্তীকেও ১২ কোটি রুপিতে রিটেইন করেছে দলটি। এরপর হার্ষিত রানা ও রমনদীপ সিংকে চার কোটি রুপিতে দলে রেখে দিয়েছে তারা। কলকাতার হাতে গড়া ক্রিকেটার হয়েও রিটেইন তালিকায় নাম না দেখে প্রচণ্ড হতাশ হন ভেঙ্কটেশ।


তিনি বলেন, 'আমি ওই তালিকায় থাকতে চেয়েছিলাম। কেকেআর আমাকে প্রথম সুযোগ দিয়েছে। আজ যা হয়েছি এই দলের জন্য। কেকেআরের সঙ্গে আমার সম্পর্ক ক্রিকেটের বাইরেও। এটা আবেগের সম্পর্ক। তাই নাম না দেখে কেঁদে ফেলেছিলাম।'


'কেকেআর আমার পরিবার। দলের সঙ্গে আবেগের সম্পর্ক। কিন্তু দলের স্বার্থে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। কেকেআর সেটাই করেছে। খুব ভাল ছয় ক্রিকেটারকে ধরে রেখেছে ওরা। প্রত্যেকে দলের কাজে লাগবে।'


ভেঙ্কটেশের মতো গত মৌসুমের আইপিএলজয়ী অধিনায়ক শ্রেয়াস আইয়ারকেও ছেড়ে দিয়েছে কলকাতা। কলকাতা অবশ্য শ্রেয়াসকে ঠিকই দলে রাখতে চেয়েছিল। কিন্তু আর্থিক ব্যাপার বনিবনা না হওয়ায় শেষ মুহূর্তে নিলামে নাম ওঠান শেয়াস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball