সবাই সাদা জার্সিটা পরতে ???ায়: সালাহউদ্দিন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘যারা মনে করেন বাংলাদেশের অধিনায়কত্ব সহজ, আপনারা ভুল রাজ্যে আছেন’
১১ মে ২৫
দ্বিতীয় দফায় বাংলাদেশের সহকারী কোচ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন মোহাম্মদ সালাহউদ্দিন। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বাংলাদেশ দারুণ পারফর্ম করবে বলেই বিশ্বাস তার।
অ্যান্টিগায় ২২ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। ৩০ নভেম্বর জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ দল সেখানে পৌঁছে এখন ব্যস্ত আছে নিজেদের প্রস্তুতিতে।

গত ১০ বছরের মধ্যে চতুর্থবারের মতো ওয়েস্ট ইন্ডিজ সফর করছে বাংলাদেশ। আগের তিন সফরে ছয় টেস্টে একটি জয়ও নেই বাংলাদেশের। এমনকি ম্যাচ ড্র'ও করতে পারেনি লাল- সবুজের দল। তবুও এবারের দল নিয়ে স্বপ্ন বুনছেন সালাহউদ্দিন। টেস্ট ক্রিকেটের প্রতি এই দলের নিবেদনে সন্তুষ্ট তিনি।
২০২৫ থেকে ২০২৮ পর্যন্ত ৩৮ ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’
১২ ঘন্টা আগে
বিসিবির ভিডিও বার্তায় সালাহউদ্দিন বলেন, 'সবচেয়ে ভালো লেগেছে ছেলেরা ভালো খেলার জন্য মোটিভেটেড। সবাই সাদা জার্সিটা পরতে চায়। সবার ওয়ার্ক এথিকস দেখে আমার ভালো লাগলো। ১৪ বছর পর আমি আবার এলাম ওয়েস্ট ইন্ডিজে, যেখান থেকে আমি শুরু করেছিলাম কোচিং। তাদের ওয়ার্ক এথিকস দেখে ভালো লাগছে।'
'এই জায়গায় আমার মনে হয় আগের চেয়ে এগিয়ে আছে। এই ছেলেদের স্বপ্নও বড়। তারা ব্যারিয়ারটা ভেঙে আরও উপরে উঠতে চায়। আশা করি তারা খুব ভালো করবে। টেস্ট জাতি হিসেবে ভালো করব।'
প্রস্তুতি ম্যাচে খেলবেন ক্যারিবিয়ান দলপতি ক্রেইগ ব্র্যাথওয়েট। টেস্ট স্কোয়াডে থাকা অলরাউন্ডার জাস্টিন গ্রিভস ও ব্যাটসম্যান টেভিন ইমলাখ আছেন প্রস্তুতি ম্যাচের দলে। সামনের সফরটি সহজ নয়। কঠিন সিরিজের আগে নিজেদের পুরোপুরি প্রস্তুত করার কথা জানান তাইজুল ইসলামও।
এই স্পিনার বলেন, 'আমাদের দীর্ঘ এক ভ্রমণ ছিলো। এখানে এসে আমরা দলের অনুশীলনে হালকা গেইমস খেলেছি। পরদিন স্কিল অনুশীলন ছিলো। সুযোগ-সুবিধা এখানে খুব ভালো। দলগতভাবে আমরা ভালোভাবে প্রস্তুত হচ্ছি।'