আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে নেই বাংলাদেশ-অস্ট্রেলিয়া-ভারতের কেউ

সংবাদ
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে নেই বাংলাদেশ-অস্ট্রেলিয়া-ভারতের কেউ
হাত মেলাচ্ছেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা, ইএসপিএন ক্রিকইনফো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
২০২৪ সালের বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই দলে জায়গা পাননি বাংলাদেশ ও ভারতের কোনো ক্রিকেটার। বর্ষসেরা দলে দাপট রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও পাকিস্তানের ক্রিকেটারদের।

বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কাকে। এই দলে ভারতীয় ক্রিকেটারদের সুযোগ না পাওয়াটাও বেশ যুক্তিযুক্ত। কারণ সারা বছরে ভারত ওয়ানডে খেলেছে মাত্র ৩টি। আর বেশিরভাগ ম্যাচই খেলেছে টি-টোয়েন্টি না হয় টেস্ট।

যদিও বাংলাদেশি ক্রিকেটারদের না থাকা অবাক হওয়ারই মতো ব্যাপার। কারণ সারা বছর ধরে পারফর্ম করেছেন মেহেদী হাসান মিরাজ-তাসকিন আহমেদরা। বাংলাদেশ গত বছর দুটি সিরিজ হেরেছে। একটি শ্রীলঙ্কার বিপক্ষে আর অন্যটি আফগানিস্তানের বিপক্ষে।

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের কোনো ক্রিকেটারও জায়গা পাননি। আসালাঙ্কা ছাড়াও বর্ষসেরা দলে লঙ্কানদের মধ্যে সুযোগ পেয়েছেন পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। দলটির ওপেনার হিসেবে রাখা হয়েছে পাকিস্তানের সাইম আইয়ুব ও আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজকে।

আফগানিস্তানের আরও দুই ক্রিকেটার আছেন বর্ষসেরা দলে। তারা হলে আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ গাজানফার। আর পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে সাইম ছাড়াও সুযোগ পেয়েছেন শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ। ওয়েস্ট ইন্ডিজের একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন শেরফান রাদারফোর্ড।

No description available.

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ: সাইম আইয়ুব (পাকিস্তান), রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান), পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা), কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা, উইকেটকিপার), চারিথ আসালাঙ্কা (শ্রীলঙ্কা, অধিনায়ক), শেরফান রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান), হারিস রউফ (পাকিস্তান) ও মোহাম্মদ গাজনফার (আফগানিস্তান)।

আরো পড়ুন: আইসিসি