ওয়েস্ট ইন্ডিজের কাছে লড়াই করে হারল বাংলাদেশ

বিসিবি
বিশ্বকাপ বাছাই পর্বে টানা তিন ম্যাচ জিতে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। আর এক ম্যাচ জিতলেই বিশ্বকাপের টিকিট পাবে টাইগ্রেসরা। এমন সমীকরণ সামনে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমেছিল নিগার সুলতানা জ্যোতির দল। এই ম্যাচে আগে ব্যাট করে ভালো শুরুর পরও বাংলাদেশ থামে ২২৭ রানে।

promotional_ad

জবাবে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা। ৭৪ রানের মধ্যে তারা হারিয়ে ফেলে ৩ উইকেট। আর ১৯৭ রানের মধ্যে তাদের চলে যায় ৬ উইকেট। ফলে দলটির জয় নিয়ে শঙ্কা জাগে। তবে শেষ পর্যন্ত ৪ ওভার হাতে রেখেই ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৪৮ বলে অপরাজিত ৫১ রানের ইনিংসে ক্যারিবীয়দের জিতিয়ে মাঠ ছেড়েছেন চিনেল হ্যানরি।


আরো পড়ুন

কনকাশন সাবের নতুন নিয়মে লাভ দেখছেন লিটন

২ ঘন্টা আগে
লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি

এ ছাড়া দলটির হয়ে ৩৬ রান করেছেন স্টিফানি টেইলর। আর ৩৩ রান করেন হেইলি ম্যাথিউসের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন মারুফা আক্তার। আর একটি করে উইকেট পেয়েছেন জান্নাতুল ফেরদৌস সুমনা, নাহিদা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন ও রিতু মনি। এই ম্যাচে হারের বলে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য ঝুলে রইল পাকিস্তানের বিপক্ষে ম্যাচে।


promotional_ad

এদিন লাহোরে সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। শুরুতে ওপেনার সোবহানা মোস্তারির উইকেট হারালেও শারমিন আক্তার এবং ফারজানা হক পিংকি দলের সংগ্রহকে দ্রুত এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তারা ১১৮ রানের জুটি গড়ে বাংলাদেশকে মজবুত অবস্থানে নিয়ে গিয়েছিলেন।


আরো পড়ুন

অনিশ্চয়তায় ওয়েস্ট ইন্ডিজের অলিম্পিকে অংশগ্রহণ

৩ ঘন্টা আগে
ওয়েস্ট ইন্ডিজ, ফাইল ফটো

কিন্তু এই জুটির পতনের পরই বাংলাদেশের ইনিংসে ধস নামে। পিংকি ৪২ রানে কট-অ্যান্ড-বোল্ড হলে শারমিনও বেশিদুর টিকতে পারেননি। তিনি ৬৭ রান করে টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে তৃতীয় অর্ধশতক পূর্ণ করলেও দলের বিপর্যয় রোধ করতে পারেননি। এরপর অধিনায়ক জ্যোতি মাত্র ৫ রান করে ফিরে গেলে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগে।


এরপর দ্রুত উইকেট হারাতে থাকায় ২০০ রানের কোটা ছুঁতেও বাংলাদেশকে সংগ্রাম করতে হয়। তবে শেষ পর্যন্ত নাহিদা আক্তার (২৫) এবং রাবেয়া খান (২৩*) শেষদিকে দারুণ ব্যাটিং করে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ২২৭ রানে নিয়ে যান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একাই ৪টি উইকেট নেন আলিয়াহ এলিয়েন। দুটি করে উইকেট শিকার করেছেন হেইলি ম্যাথিউস ও আফি ফ্লেচার। এর বাইরে একটি উইকেট নেন চিনেল হ্যানরি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball