রোহিত-কোহলির বিশ্বকাপ মিশন নিয়ে আলোচনায় বসবে বিসিসিআই

বিরাট কোহলি (বামে) ও রোহিত শর্মা (ডানে), ফাইল ফটো
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তখন অনেকেই মনে করেছিলেন, এটি মূলত তাদের টেস্ট ও ওয়ানডে ক্যারিয়ার লম্বা করার কৌশল। কিন্তু এরপর মাত্র কয়েক মাসের ব্যবধানে তারা টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেন। তারপর ধরেই নেয়া হয়েছিল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলবেন এই দুজন।

promotional_ad

তবে সেই লক্ষ্য বাস্তবায়ন খুব সহজ নাও হতে পারে। তরুণদের আগমনে টেস্ট দলে যেমন দ্রুত পরিবর্তন এসেছে, ঠিক তেমনভাবেই ওয়ানডেতেও বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। এর ফলে কোহলি ও রোহিতের ২০২৭ বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে উঠেছে।


আরো পড়ুন

ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন কোহলি-রোহিত

১০ মিনিট আগে
ফাইল ছবি

ভারতের ক্রিকেট প্রশাসনে নতুন কিছুর আভাস মিলেছে। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নীতিনির্ধারকরা ইতোমধ্যে দুই সিনিয়র ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে পর্যালোচনার প্রস্তুতি নিচ্ছেন।


promotional_ad

একটি বোর্ড সূত্র পিটিআইকে জানিয়েছে, 'খুব শীঘ্রই এটি নিয়ে আলোচনা হবে। পরের বিশ্বকাপের (২০২৭) জন্য এখনও দুই বছরের বেশি সময় আছে। ততদিনে দু’জনের বয়স ৪০-এর কাছাকাছি হবে, তাই আমাদের পরিষ্কার পরিকল্পনা দরকার।'


আরো পড়ুন

২০২৭ বিশ্বকাপে রোহিত-কোহলির জায়গা পাওয়া কঠিন হবে, মনে করেন গাঙ্গুলি

২২ জুন ২৫
ফাইল ছবি

বয়স ছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ম্যাচ খেলার সুযোগ। ২০২৬ সাল পর্যন্ত ভারতের ওয়ানডে ম্যাচ সংখ্যা তুলনামূলকভাবে কম। এর আগে মাত্র ২৭টি ওয়ানডে খেলবে ভারত। কোহলি ও রোহিত এই ম্যাচগুলোতে অনিয়মিত হলে তাদের ফর্ম ও ছন্দ ধরে রাখা কঠিন হতে পারে।


পরবর্তী ওয়ানডে সিরিজ অক্টোবরে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে। এই সিরিজে তারা ফিরতে পারেন জাতীয় দলে। এরপর সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড সিরিজেও ওয়ানডে আছে, যেখানে বিসিসিআই কিছু তরুণ খেলোয়াড়কে পরখ করে নিতে চায়।


সূত্রের বরাত দিয়ে পিটিআই আরও বলেছে, 'কোহলি এবং রোহিত দু’জনেই সাদা বলের ক্রিকেটে বিশাল অবদান রেখেছেন। তারা প্রায় সবকিছুই অর্জন করেছেন। কেউ তাদের কিছু করতে জোর করবে না। তবে পরবর্তী ওডিআই চক্র শুরুর আগে তাদের মানসিক ও শারীরিক অবস্থান মূল্যায়নের জন্য পেশাদার আলোচনা হবে। সেটাই মূল নির্ধারক হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball