
ভারতের বিপক্ষে খেললে কোহলিকে মিস করবেন লিটন
বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন দাস। সোমবার অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। এমন দিনেই টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। ভারতের এই সাবেক অধিনায়কের বিদায় নিয়ে এদিন কথা বলেছেন লিটন।