এটা আমার জন্য স্পেশাল ইনিংস: ইমন

৫৩ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেলেন পারভেজ হোসেন ইমন, ফাইল ফটো
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দ্রুততম সেঞ্চুরি ও ছক্কার রেকর্ড গড়েছেন পারভেজ হোসেন ইমন। শারজাহতে ৫৪ বলে ১০০ রানের ইনিংসে তিনি মেরেছেন ৯টি ছক্কা, যা বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ। তার ব্যাটে ভর করে বাংলাদেশ তোলে ১৯১ রান। পরে তানজিম হাসান সাকিব- মুস্তাফিজুর রহমানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় নিশ্চিত হয় ২৭ রানে।

promotional_ad

এই ম্যাচে বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি করেন ইমন। এর আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। তামিম যেখানে শতক করেছিলেন ৬০ বলে, পারভেজের লেগেছে ৫৩ বল। আর তাই এটিই এখন বাংলাদেশের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি।


আরো পড়ুন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে রিশাদের চমক, লিটন-ইমনের উন্নতি

১৬ জুলাই ২৫
বোলিংয়ে রিশাদ হোসেন, ক্রিকফ্রেঞ্জি

তবে ইমন ছাড়া দলের বাকি ব্যাটাররা সুবিধা করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান এসেছে 'অতিরিক্ত' থেকে। মাঝে তাওহীদ হৃদয় করেছেন ১৫ বলে ২০ রান। পাওয়ার প্লে'তে ৫৫ রান তোলার পরও মাঝের ওভারগুলোতে রান তোলার গতি কমে যায়, ১১ থেকে ১৫ ওভারে আসে মাত্র ৩১ রান। শেষ ৫ ওভারে ৫৭ রান উঠলেও দুইশ পার করতে পারেনি বাংলাদেশ।


promotional_ad

ম্যাচ শেষে নিজ ইনিংস নিয়ে ইমন বলেন, 'এটা আমার জন্য স্পেশাল ইনিংস। আমার প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি… আমি চেষ্টা করেছি উইকেট বুঝে নিজের প্রক্রিয়ায় থাকতে এবং নিজের পরিকল্পনায় থেকে এগিয়ে যেতে।'


আরো পড়ুন

বাংলাদেশকে হারানোর পরিকল্পনায় পাকিস্তানের ভরসা বিপিএল খেলা ক্রিকেটাররা

১ ঘন্টা আগে
বিপিএলের সবশেষ আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছেন শাহীন শাহ আফ্রিদি ও ফাহিম আশরাফ

এই জয়ে বাংলাদেশ সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার, একই ভেন্যুতে। এই ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের।


ইমন বলেন, 'একটা ম্যাচ জিতেছি। আরেকটা বাকি আছে। চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই যদি নিজেদের সেরাটা দেই তাহলে সিরিজটা জিততে পারব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball