নতুন বলে আরও ভালো শুরু করতে না পারার আক্ষেপ শন টেইটের

ছবি: ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশকে ৪৯৫ রানে আটকে দেয়ার পর শ্রীলঙ্কাকে ভালো শুরু এনে দেন পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। দ্রুত রানের খোঁজে ওয়ানডে মেজাজে ব্যাটিং করতে থাকেন তারা দুজন। তবে উদারাকে ফিরিয়ে লঙ্কানদের উদ্বোধনী জুটি ভাঙেন তাইজুল ইসলাম। জুটি ভাঙলেও বাংলাদেশকে আরও সুযোগ দেননি নিশাঙ্কা ও দীনেশ চান্দিমাল। তারা দুজনে মিলে গড়েন ২৩৮ বলে ১৫৭ রানের জুটি। যা বাংলাদেশকে কেবল হতাশা বাড়িয়েছে।
নতুন টেস্ট অধিনায়ককে অন্তত ২ বছরের জন্য চান বাশার
১০ ঘন্টা আগে
দিনের বাকি অংশেও তেমনভাবে দাপুট দেখাতে পারেননি তাইজুল, নাঈম হাসান, নাহিদ ও হাসানরা। তৃতীয় দিনের খেলা শেষে নিশাঙ্কার ১৮৭ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ৩৬৮ রান তুলেছে লঙ্কানরা। সংবাদ সম্মেলনে এসে শন টেইট মনে করিয়ে দিলেন, গলের কন্ডিশন পেসারদের জন্য কঠিন ছিল। তবুও নতুন বলে আরও ভালো শুরু করতে না পারার আক্ষেপ করেছেন বাংলাদেশের পেস বোলিং কোচ।

এ প্রসঙ্গে শন টেইট বলেন, ‘গলের উইকেট এবার বেশ ব্যাটিং সহায়ক। পেসারদের জন্য আজকের কন্ডিশন কঠিন ছিল। তারা অনেক পরিশ্রম করেছে। চেষ্টা করে গেছে। নতুন বলে আমরা শুরুটা আরও ভালো করতে পারতাম। সেখানে সুযোগ মিস হয়েছে। তারা ভালো সমর্থন দিয়েছে আপনিও হয়তো এটাই চাইবেন। ভিন্ন দিনে ভিন্ন উইকেটে আপনি অন্য কিছু প্রত্যাশা করতে পারেন। আমরাও দুই দিন ব্যাট করেছি। এটা বেশ ভালো উইকেট।’
‘এত ট্রল সামলে লিটনের ছন্দে ফেরা সহজ ছিল না’
১৫ ঘন্টা আগে
সিরিজের প্রথম টেস্ট শুরুর আগেই নাজমুল হোসেন শান্ত ইঙ্গিত দিয়ে রেখেছিলেন গলের প্রথম দুই কিংবা তিনদিনের উইকেট ব্যাটিং সহায়ক হতে পারে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার ব্যাটিংয়ে সেটার প্রমাণ মিলেছে। এখনো পর্যন্ত স্পিনাররা বাড়তি টার্ন না পেলেও শেষ দুই দিনে তেমন কিছু আসা করা যাচ্ছে। এখনো উইকেটে কোন পরিবর্তন না হওয়ায় শন টেইট মনে করেন, তাদেরকে আরও কষ্ট করতে হবে।
বাংলাদেশের পেস বোলিং কোচ বলেন, ‘আমি এখনই কিছু বলতে পারছি না। এখন উইকেট ভালো মনে হচ্ছে। শুরুতে যেরকমটা ছিল। খুব বেশি পরিবর্তন হয়নি। ফলে আজকেও ব্যাটারদের দিন ছিল। মানুষ ভেবেছিল তৃতীয় দিনে বেশি টার্ন পাওয়া যাবে। সে রকমটা হয়নি। কিছুটা টার্ন পাওয়া গিয়েছিল। এভাবেই খেলা আগায়। টেস্টে দুই দিন খেলা বাকি আছে। এই মুহূর্তে এতটুকু বলতে পারি আমাদের আরও পরিশ্রম করতে হবে।’