স্কোয়াডে তিন পরিবর্তন নিয়ে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস

স্কোয়াডে তিন পরিবর্তন নিয়ে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস, ফাইল ফটো
নেদারল্যান্ডস দল বাংলাদেশ সফরের জন্য টি-টোয়েন্টি স্কোয়াডে তিনটি পরিবর্তন এনেছে। দলের উল্লেখযোগ্য সংযোজন ১৭ বছর বয়সী অনভিষিক্ত ব্যাটার সেড্রিক ডি ল্যাঞ্জে, যিনি অনূর্ধ্ব-১৯ এবং ঘরোয়া টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে দারুণ পারফর্ম করছেন।

promotional_ad

দলের বেশ কয়েকজন খেলোয়াড় ইনজুরির কারণে ছিটকে পড়ায় এই পরিবর্তন আনতে বাধ্য হয়েছে টিম ম্যানেজমেন্ট। দলে নতুন মুখ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তিনি জানান, সেড্রিকের সাম্প্রতিক পারফরম্যান্স প্রশংসনীয় এবং তার এই সুযোগ প্রাপ্য।


আরো পড়ুন

পাওয়ার হিটিংয়ে লিটনদের প্রথম পরীক্ষা নেদারল্যান্ডস সিরিজ

৯ ঘন্টা আগে
বিসিবি

ডি ল্যাঞ্জের সঙ্গে নতুন করে দলে যুক্ত হয়েছেন পেসার সেবাস্তিয়ান ব্র্যাট ও অলরাউন্ডার সিকান্দার জুলফিকার। ইনজুরির কারণে বাদ পড়েছেন রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে স্কোয়াড থেকে সরে দাঁড়িয়েছেন সাকিব জুলফিকার।


promotional_ad



আরো পড়ুন

শ্রীলঙ্কার এশিয়া কাপের দলে হাসারাঙ্গা

৯ ঘন্টা আগে
ওয়ানিন্দু হাসারাঙ্গা

সফরের অংশ হিসেবে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩০ আগস্ট, সিলেটে। সিরিজটি হবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির একটি অংশ।


নেদারল্যান্ডস স্কোয়াড- স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়া ক্রোস, ম্যাক্স ও'ডাউড, বিক্রমজিত সিং, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেড্রিক ডি ল্যাঞ্জে, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন, শরিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, সেবাস্তিয়ান ব্র্যাট, টিম প্রিংগল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball