পাওয়ার হিটিংয়ে লিটনদের প্রথম পরীক্ষা নেদারল্যান্ডস সিরিজ

বিসিবি
‘ছেলেরা এখন যেভাবে খেলছে...এটা আসলে একটা প্রক্রিয়ার ব্যাপার। এক কিংবা দুই সপ্তাহের মধ্যেই হয়ে যাবে ব্যাপারটা এমন না।’ কদিন আগেই এমন মন্তব্য করেছিলেন জুলিয়ান রস উড। বাংলাদেশের খণ্ডকালীন পাওয়ার হিটিং কোচের কথার সঙ্গে সুর মিলিয়েছেন লিটন দাসও। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কও বিশ্বাস করেন, দুই-তিন দিনের সেশনে পাওয়ার হিটিংয়ে আমূল পরিবর্তন সম্ভব নয়। সেটার জন্য কিছুটা সময় চাইলেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশ কতটা উন্নতি করেছে নেদারল্যান্ডস সিরিজে সেই পরীক্ষা দিয়ে দেখানোর সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা।

promotional_ad

সাম্প্রতিক বছরগুলোতে টি-টোয়েন্টিতে পাওয়ার হিটিংয়ের কদর বাড়লেও বাংলাদেশ সেটার সঙ্গে তাল মেলাতে পারেনি। অবশেষে সেই ঘাটতি কাটিয়ে উঠতে এশিয়া কাপের আগে ২৮ দিনের জন্য জুলিয়ান উডকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটন, জাকের আলী অনিকদের নিয়ে কাজ করতে আগষ্টের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় এসেছেন ইংলিশ এই কোচ। এশিয়া কাপের প্রস্তুতির জন্য আনা হলেও উড কাজ করেছেন স্থানীয় কোচ, নারী ক্রিকেটারদের সঙ্গেও।


আরো পড়ুন

‘হৃদয় নিংড়ে’ দিতে পারলে সোহান-সাইফকে ব্যাক করবে টিম ম্যানেজমেন্ট

১০ ঘন্টা আগে
ফাইল ছবি

নিজের সব বিশেষ টুলস দিয়ে ক্রিকেটারদের পাওয়ার হিটিংয়ে উন্নতি করার চেষ্টা করছেন উড। মিরপুরের পর সিলেটেও সপ্তাহখানেক ধরে পাওয়ার হিটিং নিয়ে কাজ করছেন তিনি। বাংলাদেশের ক্রিকেটাররা কতটা শিখতে পেরেছেন সেটা অবশ্য এখনো দেখানোর সুযোগ মেলেনি তাদের। নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেললেও সেখানে আছে মিশ্র প্রতিক্রিয়া। বিসিবি সবুজ দলের সৌম্য, মাহফিজুল ইসলাম রবিন, জাকেররা চার-ছক্কায় রান পেয়েছেন।


promotional_ad

উল্টো চিত্র ঘটেছে বিসিবি লাল দলের ক্ষেত্রে। তাওহীদ হৃদয়ের ৬ ছক্কার বাইরে সাতটা চার মেরেছেন কেবল লিটন। তবে ইংলিশ এই কোচের ভিন্নধর্মী কোচিং আসলেই কতটা কাজে লেগেছে সেটা বোঝা যাবে নেদারল্যান্ডস সিরিজে। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কও সেটাই মনে করেন। পাশাপাশি এও জানিয়েছে রাখলেন, উডের কাজের ধরণ অনেক ক্ষেত্রেই নতুন অভিজ্ঞতা দিয়েছে লিটন-জাকের কিংবা শামীম হোসেন পাটোয়ারিদের।


আরো পড়ুন

শ্রীলঙ্কার এশিয়া কাপের দলে হাসারাঙ্গা

৯ ঘন্টা আগে
ওয়ানিন্দু হাসারাঙ্গা

সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে লিটন বলেন, ‘দেখুন—কেউ এসে দুই-তিন দিনে পুরোপুরি বদলে দিতে পারবে না। কিন্তু তাঁর (জুলিয়ান উড) কিছু থট প্রসেস ছিল অনুশীলনের, যেগুলো আমাদের কাছে নতুন মনে হয়েছে। আমরা কাজ করেছি। দেখা যাক, এখনো তো ম্যাচ খেলিনি। সে আসার পর আমাদের একটা ম্যাচও হয়নি। সুতরাং নেদারল্যান্ডস সিরিজ দিয়েই দেখা যাবে বাংলাদেশ দল এখান থেকে কতটা উন্নতি করেছে।’


বাংলাদেশে আসার আগেই উড জানিয়েছিলেন, বাংলাদেশের ক্রিকেটারদের সবকিছু একেবারে পরিবর্তন করবেন। নতুন কী যোগ করলে লিটন-জাকেররা বড় ছক্কা মারতে পারবেন কিংবা পাওয়ার হিটিংয়ের পর্যাপ্ত ব্যবহার করতে পারবেন সেটাতেই মনোযোগ দিতে চেয়েছেন তিনি। লিটনও জানালেন, খেলার প্যাটার্ন পরিবর্তন না করে সেটার সঙ্গে ভিন্ন কিছু যোগ করার চেষ্টা করছেন উড। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের বিশ্বাস, সময় নিয়ে ধারাবাহিকভাবে উন্নতি করতে পারলে অদূর ভবিষ্যতে পরিবর্তন চোখে পড়তে পারে।


লিটন বলেন, ‘উত্তরটা আমি আগেও দিয়েছি। এক-দুই দিনের সেশনে আসলে আপনি খুব বেশি উন্নতি করতে পারবেন না। এখানে আমরা যারা ক্রিকেট খেলি তাদের সবারই প্রায় ৭-৮ বছর হয়ে গেছে। অনেকের হয়ত ১০ বছরও হয়ে গেছে। সুতরাং আমাদের একটা প্যাটার্ন আছে, যে যার প্যাটার্নেই খেলতেছে। তার ভেতরেও ভিন্ন কিছু আনার চেষ্টা করছে। কিন্তু এটা দেখা যাবে তবে আপনাকে একটু সময় দিতে হবে। কোনো কিছু তো এক-দুইদিনে পরিবর্তন হয়ে যায় না। যদি একটু সময় কন্টিনিউ করি আমরা ফোকাসে থাকতে পারি হয়তবা অদূর ভবিষ্যতে পরিবর্তনটা হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball