হার-জিত নয় ভালো খেলাই লক্ষ্য বাংলাদেশের

ছবি: বাংলাদেশ দল

লিটনের দল সব ম্যাচ খেলবে আবুধাবিতে। বাংলাদেশ আশাবাদী সিলেটে খেলেই এশিয়া কাপের পর্যাপ্ত প্রস্তুতি হবে। লিটন আশাবাদী সেই অভিজ্ঞতা নিয়েই আরব আমিরাতে যেতে পারবে বাংলাদেশ দল। নেদারল্যান্ডস তুলনামূলক দুর্বল দল হলেও চ্যালেঞ্জ হবে মানছেন লিটন।
পাওয়ার হিটিংয়ে লিটনদের প্রথম পরীক্ষা নেদারল্যান্ডস সিরিজ
৯ ঘন্টা আগে
তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, 'অবশ্যই যেকোনো ম্যাচই আমরাও খেলব জেতার জন্য। সাথে যেহেতু আমাদের খুব একটা বেশি সময়ও নাই, এই সিরিজের পরেই বড় একটা টুর্নামেন্ট এশিয়া কাপ। আমার মনে হয় এশিয়া কাপের আগে এটা একটা খুবই ভালো সিরিজ হবে বাংলাদেশ দলের জন্য। কারণ প্রায় একই কন্ডিশন ওখানে থাকার সুযোগ বেশি। তাই আমার মনে হয় এই সিরিজ থেকে আমরা একটা ভালো জিনিস নিয়ে যেতে পারবো এশিয়া কাপের জন্য।'

তিনি আরও বলেছেন, 'যেকোনো আন্তর্জাতিক ম্যাচই আপনার জন্য চ্যালেঞ্জিং হবে। নেদারল্যান্ডসও ভালো দল। হয়তোবা তারা এই কন্ডিশনে খুব একটা খেলে না, কিন্তু যদি ভালো উইকেটে ক্রিকেট হয়, তারা ভালো উইকেটে ক্রিকেট খেলে অভ্যস্ত। তাই দুই দলেই চ্যালেঞ্জ থাকবে এবং অবশ্যই যদি এশিয়া কাপের আগে আমাদের হাতে ওই সুযোগটা থাকে কিছু প্লেয়ার প্লেয়ারকে পরীক্ষা নিরীক্ষা করার, আমরা করব। কিন্তু একই সময়ে আন্তর্জাতিক ক্রিকেট, তাই আপনাকে জেতার জন্যই যেতে হবে।'
শ্রীলঙ্কার এশিয়া কাপের দলে হাসারাঙ্গা
৯ ঘন্টা আগে
লিটন মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ এর আগে অনেক দলের বিপক্ষে হেরেছে। নেদারল্যান্ডসের বিপক্ষে হারলেও এটাকে বাজেভাবে দেখার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তিনি। এই সিরিজে ভালো ক্রিকেট খেলাটাই বড় লক্ষ্য তাদের। সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়ে দিয়েছেন লিটন।
তিনি বলেন, 'ঝুঁকি না জিনিসটা। বাংলাদেশ এর আগেও অনেক টিমের কাছে হেরেছে, নতুন কোনো কিছু না। যদি হেরেও যাই, হেরে যেতেই পারি। দুইটা দলই খেলতে এসেছে, একটা টিম জিতবে, একটা টিম হারবে। বাট আমরা কতটা ক্রিকেট ভালো খেলতে পারছি, এটা হচ্ছে দেখার বিষয় এখানে।'