৬ ছক্কায় হৃদয়ের হাফ সেঞ্চুরির পরও ১৩৫ রানে অল আউট লিটনরা

ছবি: ক্রিকফ্রেঞ্জি

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জয়ের জন্য ২০৪ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের তৃতীয় ওভারেই তানজিদের উইকেট হারায় বিসিবি লাল দল। পেসার তাসকিন আহমেদের বলে শান্তর হাতে ক্যাচ দিয়েছেন পারভেজ ইমন। বাঁহাতি ওপেনার আউট হয়েছেন ৩ বলে ১ রান করে। তানজিদও ইনিংস বড় করতে পারেননি। পরের ওভারে আউট হয়েছেন তিনিও। শরিফুল ইসলামের বলে আহরার আমিন পিয়ানের হাতে ক্যাচ দিয়েছেন ৮ রান করা তানজিদ।
পাওয়ার হিটিংয়ে লিটনদের প্রথম পরীক্ষা নেদারল্যান্ডস সিরিজ
৯ ঘন্টা আগে
পরবর্তীতে লিটন ও হৃদয় মিলে জুটি গড়ার চেষ্টা করেন। যদিও তাদের দুজনের জুটি বড় করতে দেননি শরিফুল। বাঁহাতি পেসারের বলে ওয়াসি সিদ্দিকীর হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৭ চারে ২৭ বলে ৩৩ রান করেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। গালিবকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ৫৩ রানের জুটি গড়েন হৃদয়। যেখানে বেশিরভাগ রানই এসেছে তাঁর ব্যাট থেকে।
রান আউট হয়ে ফেরার আগে ৬ ছক্কা ও ৩ চারে ২৭ বলে ৫৬ রানের ইনিংস খেলেছেন। তাকে সঙ্গ দেয়া গালিব আউট হয়েছেন ১২ রানে। বাকিদের কেউই সুবিধা করতে পারেননি। সবুজ দলের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল। আরেক পেসার তাসকিনের শিকার দুইটি উইকেট।

এর টস হেরে ব্যাটিংয়ে নেমে বিসিবি সবুজ দলকে দুর্দান্ত এক শুরু এনে দেন শান্ত ও সৌম্য। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিংয়ে রান তুলেছেন তারা দুজন। যদিও ইনিংসের তৃতীয় ওভারেই তাদের ৪০ রানের উদ্বোধনী জুটি ভাঙেন খালেদ আহমেদ। ডানহাতি পেসারের গুড লেংথ ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে ডিপ মিড উইকেটে পারভেজ ইমনের হাতে ক্যাচ দিয়েছেন শান্ত। ড্রেসিং রুমে ফেরার আগে দুই ছক্কা ও এক চারে ১২ বলে ২১ রান করেছেন বাঁহাতি এই ওপেনার।
জাতীয় দলে জাকেরের ব্যাকআপ সোহান
২৩ আগস্ট ২৫
দ্বিতীয় উইকেটে দারুণ এক জুটি গড়ে তোলেন সৌম্য ও মাহফিজুল। তারা দুজনে মিলে যোগ করেন ৮২ রান। সৌম্য ও মাহফিজুলের জুটি ভাঙেন তাওহীদ হৃদয়। ডানহাতি অফ স্পিনারের লেংথ ডেলিভারিতে সুইপ করতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি মাহফিজুল। লেগ বিফোর উইকেট হয়ে ফেরেন ৭ চার ও এক ছক্কায় ২৭ বলে ৪৪ রানের ইনিংস খেলে। মাহফিজুলের মতো হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ করতে হয়েছে সৌম্যকেও।
খালেদের ফুলার লেংথ ডেলিভারিতে জায়গায় দাঁড়িয়ে ফ্লিক করতে চেয়েছিলেন বাঁহাতি এই ওপেনার। ব্যাটে-বলে করতে না পারায় লেগ বিফোর উইকেট হয়েছেন ২ ছক্কা ও ৩ চারে ২৯ বলে ৪১ রান করে। সুবিধা করতে পারেননি আহরান পিয়াল। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের বলে ফেরার আগে ১৬ বলে ১৪ রান করেছেন। শেষের দিকে তিন ছক্কায় ২৩ বলে অপরাজিত ৩৫ রান করেছেন জাকের। আরেক ব্যাটার মেহেদী করেছেন ১৭ রান। বিসিবি লাল দলের হয়ে ৪৪ রানে তিন উইকেট নিয়েছেন খালেদ।
সংক্ষিপ্ত স্কোরঃ
বিসিবি সবুজ দল— ২০৩/৫ (২০ ওভার) (শান্ত ২১, সৌম্য ৪১, মাহফিজুল ৪৪, জাকের ৩৫*; খালেদ ৩/৪৪)
বিসিবি লাল দল— ১৩৫/১০ (১৫.৪ ওভার) (তানজিদ ৮, ইমন ১, লিটন ৩৩, হৃদয় ৫৬; শরিফুল ৩/১৭, সাইফউদ্দিন ৩/১৯, তাসকিন ২/৩০)