সিলেটে বিসিবির সভা, জুমে যোগ দেবেন পরিচালকরা

বিসিবি
অক্টোবরের প্রথম সপ্তাহে হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগামী নির্বাচন। তবে কদিন আগেই গুঞ্জন উঠে আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি হিসেবে রাখতে নির্বাচনের পরিবর্তে গঠন করা হতে পারে অ্যাডহক কমিটি। এমন আলোচনা অবশ্য ধোপে টেকেনি খুব একটা। নির্বাচন বানচালের গুঞ্জন উঠতেই ২৪ আগষ্ট মিরপুরে প্রতিবাদ জানায় ঢাকার ক্লাবদের সংগঠন ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন।’

promotional_ad

তবুও নির্বাচন যে হচ্ছেই সেটার নিশ্চয়তা দিতে পারেনি কেউ। এমন আলাপের মাঝেই সিলেটে বোর্ড সভা ডাকে বিসিবি। সব ঠিক থাকলে ১ সেপ্টেম্বর দুপুর ২টা নাগাদ সিলেটের একটি পাঁচতারকা হোটেলে হবে বিসিবির পরিচালনা পর্ষদের পরবর্তী সভা। সেইখানে আলোচ্য বিষয় হতে পারে বিসিরি আগামী নির্বাচনের। ধারণা করা হচ্ছে, সভা থেকেই আসতে পারে নির্বাচনের রোডম্যাপ।


আরো পড়ুন

বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন বুলবুল

১৩ ঘন্টা আগে
আমিনুল ইসলাম বুলবুল, ফাইল ফটো

নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি কবে নাগাদ তফসিল ঘোষণা করা হবে এসব নিয়ে বিস্তর আলাপ হবে। যদিও এখন পর্যন্ত বিসিবি সভাপতি বুলবুল ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ছাড়া কেউই সিলেটের পথ ধরেননি। সিলেটে হতে যাওয়া সভায় অবশ্য তারা দুজনই কেবল উপস্থিত থাকবেন।


promotional_ad

বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের বাকি ৮ পরিচালকের সবাই জুমে সভায় যোগ দেবেন। বিসিবির বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে। নির্বাচনের পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়েও আলোচনা হতে পারে। গত জুলাইয়ে বিপিএলের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিয়োগ দেয়ার কথা জানায় বিসিবি। পাঁচটি প্রতিষ্ঠান আবেদন করলেও কারা দায়িত্ব পেতে যাচ্ছে সেটা নিশ্চিত করেনি বিসিবি। সেটা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।


আরো পড়ুন

কথা রাখলেন না লিটনরা

১১ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

জানা গেছে, আগামী তিন বিপিএলের জন্য পরামর্শক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্পোর্টস মার্কেটিং পরামর্শক প্রতিষ্ঠান আইএমজি। লম্বা সময় আইপিএলে কাজ করার অভিজ্ঞতা থাকায় তাদের বেছে নিয়েছে বিসিবি। এ ছাড়া বিপিএল কবে শুরু হবে এবং ড্রাফট কবে সেই সিদ্ধান্ত আসতে পারে সভা থেকে। বিপিএলের আগামী আসর থেকে একটি ভেন্যু বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।


সেই তালিকায় আছে রাজশাহী, বরিশাল, খুলনা ও বগুড়া। তাদের চারটির ভেতর থেকে কাকে বেছে নেয়া হবে সেটা নিয়েও আলোচনা হতে পারে। মাঠে প্রস্তুত না হওয়ায় বিপিএলে আয়োজনে একটু পিছিয়ে রয়েছে রাজশাহী ও বরিশাল। বিপিএলের মতো টুর্নামেন্ট আয়োজনের জন্য খুলনাও প্রস্তুত হবে কিনা সেটা নিয়ে খানিকটা সংশয় আছে। এসবের বাইরে সাইমন টাফেল বাংলাদেশে আসছেন কিনা সেই বিষয়েও আলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball