২ বছরের জন্য বাংলাদেশে আসছেন সাইমন টাফেল

সাইমন টাফেল
আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সাইমন টাফেলকে ২ বছরের জন্য নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত দেশি আম্পায়াদের দক্ষতা বাড়াতে অস্ট্রেলিয়ার সাবেক এই আম্পায়ারের শরণাপন্ন হচ্ছে বাংলাদেশ।

promotional_ad

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত বাংলাদেশের আম্পায়ারদের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে। এমনকি বাজে আম্পায়ারিংয়ের কারণে আন্তর্জাতিক গণমাধ্যমেও সংবাদের শিরোনাম হয়েছেন বাংলাদেশি আম্পায়াররা। এবার আম্পায়ারদের দক্ষতা বাড়াতে টাফেলের ওপর ভরসা রাখতে চলেছে বিসিবি।


আরো পড়ুন

৩ বছরের জন্য সাইমন টাফেলকে নিয়োগ দিচ্ছে বিসিবি

৩০ জুন ২৫
আম্পায়ারিংয়ের সময় সাইমন টাফেল

সোমবার বিসিবি সভা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। বিসিবি পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশের আম্পায়ারিং, ম্যাচ রেফারি, ম্যাচ অফিসিয়ালস সংক্রান্ত যে বিভাগটা আছে তার সম্পূর্ণ দায়িত্ব দেয়া হচ্ছে টাফেলকে।


এই বিষয়ে ফাহিম বলেন, 'গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা যথেষ্ট আলোচনা হয়েছে, সেটা হচ্ছে সাইমন টাফেলের বাংলাদেশের আম্পায়ারিং, ম্যাচ রেফারি, ম্যাচ অফিসিয়ালস সংক্রান্ত যে বিভাগটা আছে, সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকায় আমরা তাকে দেখতে পাব। দুই বছরের জন্য তাকে চুক্তিতে আনা হয়েছে এবং এই দুই বছর আম্পায়ারিং বা ম্যাচ অফিসিয়ালদের মধ্যে যত সেক্টর আছে, যত ভাগ আছে, এই সব ভাগেই সে কাজ করবে।'


promotional_ad

তিনি আরও যোগ করেন, 'ওখানে আম্পায়ারদের অ্যাসেসমেন্ট, তাদের মূল্যায়ন, তাদের গ্রেডিং, এ সবকিছু সে করবে এবং পাশাপাশি লোকাল কিছু টেকনিক্যাল লোকজনকে সে পাশে রাখবে যারা একসময় তার কাছ থেকে ব্যাপারটা বুঝে নেবে এবং আমরা হয়তো ভবিষ্যতে কিছুটা স্বয়ংসম্পূর্ণ হব এবং সাইমন টাফেল যখন থাকবে না, তখনও তার এই কাজ চলমান থাকবে আমাদের নিজস্ব রিসোর্সের মাধ্যমে।'


আরো পড়ুন

কথা রাখলেন না লিটনরা

১৬ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

খেলোয়াড় হিসেবে টাফেল খুব বেশি বড় নাম না হলেও আম্পায়ার হিসেবে সর্বাধিক সমাদৃত তিনি। ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন টাফেল। এর মধ্যে বিশ্বকাপ-অ্যাশেজ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অনেক টুর্নামেন্টে আম্পায়ারিং করেছেন তিনি।


নিউ সাউথ ওয়েলসে জন্ম নেয়া এই ক্রিকেটার পেসার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। তবে চোটের কারণে ক্যারিয়ার দীর্ঘায়িত করতে পারননি তিনি। এরপর আম্পায়ারিংকেই পেশা হিসেবে বেছে নেন তিনি। ১৯৯৫ সালে ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং দিয়ে শুরু তার নতুন ক্যারিয়ার।


১৯৯৯ সালে তিনি প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং করেন এবং ২০০০ সালে টেস্টও আম্পায়ারিংয়ের সুযোগ পেয়ে যান। দক্ষতা এবং বিশ্বাসযোগ্যতার কারণে ২০০৩ সালে আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন সাবেক এই অজি ক্রিকেটার। এর পরের প্রায় এক দশক তিনি ছিলেন বিশ্বের সেরা আম্পায়ারদের একজন।


বিশেষ করে ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত টানা পাঁচবার তিনি আইসিসির আম্পায়ার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছিলেন — যা এখনো এক অনন্য রেকর্ড। টাফেল মোট ৭৪টি টেস্ট, ১৭৪টি ওয়ানডে এবং ৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আম্পায়ারিং করেছেন। ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি আন্তর্জাতিক আম্পায়ারিং থেকে অবসর নেন। পরবর্তীতে তিনি আইসিসির আম্পায়ার কোচ হিসেবে কাজ করেছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball