কোচদের প্রশিক্ষণ দিতে বাংলাদেশে আসছেন অ্যাশলে রস

অ্যাশলে রস
অস্ট্রেলিয়ার ক্রীড়া অঙ্গনে কোচিং উন্নয়নের এক পরিচিত নাম অ্যাশলে রস। দীর্ঘদিন ধরে তিনি খেলোয়াড় তৈরির পাশাপাশি কোচদের মানোন্নয়নেও কাজ করে যাচ্ছেন। এবার বাংলাদেশের স্থানীয় কোচদের উন্নয়নে রসকে বাংলাদেশে নিয়ে আসছে বিসিবি।

promotional_ad

আগামী সেপ্টেম্বরে দলবল নিয়ে বাংলাদেশে ক্যাম্প করতে আসবেন তিনি। সোমবার বিসিবি সভা শেষে এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। রসের কাজ মূলত কোচ ডেভেলপমেন্টে—যেখানে নতুন প্রজন্মের কোচদের গড়ে তোলা এবং আধুনিক কৌশল প্রয়োগ করে খেলোয়াড়দের দক্ষতা বাড়ানোই প্রধান লক্ষ্য।


আরো পড়ুন

বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন বুলবুল

১৯ ঘন্টা আগে
আমিনুল ইসলাম বুলবুল, ফাইল ফটো

তাকে নিয়োগের ব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, 'প্রথমবারের মতো আমাদের আয়োজনে আমরা একটা লেভেল থ্রি কোর্স কন্ডাক্ট করাব। ২০০৯ সালে একটা কোর্স এখানে হয়েছিল, বাট সেটা আইসিসি, এসিসির উদ্যোগে হয়েছিল। বাট এবার আমাদের উদ্যোগে একটা লেভেল থ্রি কোচিং কোর্স হবে যেখানে অস্ট্রেলিয়ান টিচার বা এডুকেটররা আসবেন এবং এই কোর্সটা কন্ডাক্ট করাবেন। এখানে আমাদের সবচাইতে সম্ভাবনাময়, হায়ার লেভেলে যারা কোচিংয়ে এখন অভ্যস্ত কিন্তু লেভেল থ্রি কোর্স যারা এখনো করতে পারেননি, তাদের জন্য এই কোর্সের আয়োজন হবে এবং এটাও খুব হাই-প্রোফাইল একটা প্রোগ্রাম হবে।'


আরেক প্রশ্নের জবাবে রসের নাম জানিয়ে ফাহিম বলেন, 'লেভেল থ্রি কোর্সের কথা যেটা বললেন, অ্যাশলে রস একজন অস্ট্রেলিয়ান আছেন। অ্যাশলি রস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোচ এইসব বিষয়ে। তার সাথে তার একজন সঙ্গী থাকবেন।'


promotional_ad

রস একজন অভিজ্ঞ কোচ হিসেবে দীর্ঘ সময় ধরে ক্রিকেটসহ বিভিন্ন খেলায় কাজ করেছেন। পরে তিনি বিশেষভাবে মনোনিবেশ করেন কোচিং কাঠামো গড়ে তোলার দিকে। বর্তমানে তিনি ‘হাই পারফরম্যান্স কোচিং’ কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে তরুণ ও উদীয়মান কোচদের প্রশিক্ষণ দিচ্ছেন।


কোচিং ক্যারিয়ারের শুরুতে ভিক্টোরিয়া রাজ্যের কোচিং ডিরেক্টর ও ভিক্টোরিয়া দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন রস।পরবর্তী সময়ে তিনি যোগ দেন নিউজিল্যান্ড ক্রিকেটের হাই পারফরম্যান্স সেন্টারে। সেখানে প্লেয়ার ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।


তার অধীনে তরুণ ক্রিকেটারদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি কোচদের জন্য আধুনিক প্রশিক্ষণ কাঠামো গড়ে তোলা হয়। ২০০৩-০৪ মৌসুমে ভারতের বিপক্ষে সিরিজ চলাকালে তিনি নিউজিল্যান্ড জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন অভিজ্ঞ এই কোচ।


২০০২ সালে রসের নেতৃত্বে নিউজিল্যান্ড ক্রিকেট কিছু খেলোয়াড়কে পাঠায় অস্ট্রেলিয়ার ডারউইনে বিশেষ প্রশিক্ষণ শিবিরে। সেখানে কৌশলগত ও প্রযুক্তিগত দিক উন্নয়নে গুরুত্ব দেয়া হয়। পরবর্তী সময়ে তিনি নিউজিল্যান্ড ক্রিকেটের লেভেল-থ্রি কোচিং প্রোগ্রাম পরিচালনায়ও সক্রিয় ভূমিকা পালন করেন।


যা পরবর্তী প্রজন্মের কোচদের দক্ষতা বাড়াতে সহায়ক হয়। আন্তর্জাতিক অঙ্গনেও তার কাজ ছড়িয়ে পড়ে। ২০১৮ সালে আইসিসি গ্লোবাল লেভেল-থ্রি কোচিং কোর্সে তাকে কোচ এডুকেটর হিসেবে আমন্ত্রণ জানানো হয়। শ্রীলঙ্কায় আয়োজিত ওই কোর্সে তার নির্দেশনা অংশগ্রহণকারী কোচদের কাছে বিশেষভাবে গুরুত্ব পায়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball