বেঞ্চে প্রতিযোগিতা হলে দলের পারফরম্যান্সে ধারাবাহিকতা থাকে: বুলবুল

গণমাধ্যমে কথা বলছেন আমিনুল ইসলাম বুলবুল, ক্রিকফ্রেঞ্জি
লিটন দাসের দলের টানা তিনটি সিরিজ জয়ের আত্মবিশ্বাস এশিয়া কাপে ভালোভাবেই কাজে লাগবে বলে মনে করছেন আমিনুল ইসলাম বুলবুল। দলের আবহ এই মুহূর্তে খুবই ভালো দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই সভাপতি। বিশেষ করে সাইড বেঞ্চের ক্রিকেটাররা সুযোগ পেয়েই পারফর্ম করছে, যা খুবই ভালো লেগেছে তার।

promotional_ad

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বল হাতে দুই উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৯ বলে অপরাজিত ৩৬ রানের ইনিংস খেলে দল জেতান সাইফ হাসান। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েই ম্যাচসেরা হয়েছেন নাসুম আহমেদ। ২১ রান খরচায় তিন উইকেট নেন তিনি। নাসুম-সাইফদের মতো নিয়মিত একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের ভালো খেলতে দেখে সন্তুষ্ট বুলবুল।


আরো পড়ুন

টি-টোয়েন্টির পর ওয়ানডে খেলতে চান বুলবুল

১৫ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন আমিনুল ইসলাম বুলবুল

তিনি বলেন, 'অনেকগুলো ভালো খেলোয়াড় একসাথে এসেছে এবং আমাদের উচিত হবে এই বাঞ্চটাকে আমরা কিভাবে আরও প্রতিযোগিতামূলকভাবে রেডি করতে পারি। দেখেন আমাদের একটা বড় গ্রুপ কিন্তু অলরেডি অবসরে এবং এখানে আমাদের এই প্লেয়ারগুলো এখন সুযোগ পেয়েছে।'


'তবে এটা আমাদের দায়িত্ব আমরা এই গ্রুপটাকে আমরা কিভাবে গড়ে তুলছি। কেননা এই ক্রিকেট এমন একটা খেলা যে ফর্মের অনেক ওঠানামা হয়। তবে যখন বেঞ্চ, সাইড বেঞ্চে যখন প্রতিযোগিতাটা বেড়ে যায় তখন দলের পারফরম্যান্সে ধারাবাহিকতা থাকে।'


শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে করে সিরিজ জেতার পর নেদারল্যান্ডসের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশ। এশিয়া কাপের আগে এমন সাফল্য খুব কাজে লাগবে বলেই প্রত্যাশা বোর্ড সভাপতির।


promotional_ad



আরো পড়ুন

কথা রাখলেন না লিটনরা

১৬ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

তিনি আরো বলেন, 'পরপর তিনটা সিরিজ জিতলাম আমরা। এবং আমার কাছে মনে হয়েছে যে প্লেয়ারদের আত্মবিশ্বাস ছিল অনেক। এবং এটা একটা, একটা, একটা ক্রমাগত যে উন্নতির যে দিকটা সেটা দেখতে পাচ্ছি। এবং এই আত্মবিশ্বাসটা হয়তো ইনশাল্লাহ এশিয়া কাপে কাজে লাগবে।'


বিশেষ করে দলের বোলিং পারফরম্যান্স বেশ ইতিবাচক দেখছেন বুলবুল। প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডস করে আট উইকেটে ১৩৬ রান। দ্বিতীয় ম্যাচে দলটি অল আউট হয় ১৭.৩ ওভারে ১০৩ রান করে।


বুলবুল দলের বোলিং নিয়ে বলেন, 'এপ্রোচটা যেটা দেখেছি সেটা হচ্ছে যে এখানে তারা যে খারাপ বল করার যে প্রবণতা বা আপনার নাম্বার সেটা কমে গিয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেট এমন একটা খেলা যে বোলারদের উপর সবসময় চাপে থাকে। তো সেখানে বিশেষ করে আমি নাসুম, তানজিম সকলে এবং মুস্তাফিজ, তারা খুবই ভালো করছে।'


সর্বোপরি বাংলাদেশ একটি দল হিসেবে খেলছে বলেই মতামত বোর্ড সভাপতির। মাঠে এবং মাঠের বাইরে লিটন দাসের অধিনায়কত্বের বিশেষ প্রশংসা করেছেন তিনি।


বুলবুল বলেন, 'একটা দল হিসেবে খেলছে তারা এবং লিটন, লিটনের মাঝে দেখা যাচ্ছে যে লিটনের উপস্থিতিটা খুব দেখা যাচ্ছে। শুধু মাঠের মধ্যে না, মানে সবমিলিয়ে ওর ক্যাপ্টেনসি খুব ব্রিলিয়ান্ট।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball