প্রতিটি সকালই ছিল দুঃসহঃ কোহলি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে ১৮ রানে হেরে যায় বিরাট কোহলির ভারত। এরই সঙ্গে শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয় তাদের। সেমিফাইনাল থেকে বিদায় নেয়ার পর টানা কয়েকদিন দুঃসহ সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে ভারতীয় দলকে।

স্বপ্ন ভঙ্গের বেদনা নিয়ে বেশ কিছুদিন অতিবাহিত করতে হয় তাদেরকে। তবে বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় তিন সপ্তাহ পর নিজেদের অনেকটা সামলে নিয়েছে কোহলিবাহিনী। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ দিয়ে আবারো মাঠে ফিরতে যাচ্ছে তারা। ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে আজ ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে ভারত।
এই ম্যাচের আগে বিশ্বকাপের স্মৃতিচারণ করে অধিনায়ক কোহলি বলেন, 'বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পরের কয়েক দিন বেশ কঠিন ছিল আমাদের জন্য। টুর্নামেন্টটি যতদিন শেষ হয়নি ততদিন আমরা সকালে ঘুম থেকে উঠতাম সবথেকে খারাপ অনুভূতি নিয়ে। তবে আমরা পেশাদার। আমাদের সামনে এগোতে হবে। প্রত্যেক দলকেই এগিয়ে যেতে হবে।'
বিশ্বকাপ ট্রফি জয়ে ব্যর্থ হওয়া ভারত আবারো মাঠে নামার জন্য মুখিয়ে আছে বলে জানান কোহলি। নিজেদের ফিরে পেতে যত দ্রুত সম্ভব মাঠে ফেরা দরকার জানিয়ে তিনি বলেন, 'বিশ্বকাপে যা হয়েছে আমরা অবশ্য সামলে নিয়েছি এরই মধ্যে। গতকাল আমরা মাঠে ফিল্ডিং সেশনে অংশ নিয়েছি এবং সময় কাটিয়েেছি। এটি আসলেই ভালো ছিল। প্রত্যেকে রোমাঞ্চিত ছিল এবং আবারো মাঠে নামার জন্য মুখিয়ে আছে। আমি মনে করি যত দ্রত সম্ভব মাঠে ফেরাটা অনেক দরকার।'
ওয়ানডে কিংবা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের থেকে ভারত অনেকটা এগিয়ে থাকলেও টি-টোয়েন্টি ফরম্যাটে কোহলিদের চেয়ে শক্তিধর ক্যারিবীয়রা। তাই এই সিরিজে মানসিক ভাবে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে জেসন হোল্ডারের দল। ভারত এখন পর্যন্ত তিনবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। এর মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে কোহলিরা। বাকি দুটি সিরিজ জিতেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।