লারা-সারওয়ানের শরণাপন্ন ওয়েস্ট ইন্ডিজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি মাসের ২২ তারিখ থেকে শুরু হবে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ। এই সিরিজের আগে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের দীক্ষা দেয়ার জন্য দায়ি???্ব দেয়া হয়েছে কিংবদন্তী ব্যাটসম্যান ব্রায়ান লারা এবং রামনারেশ সারওয়ানকে।
প্রথম টেস্টের আগে প্রি-সিজন ক্যাম্পে দলের ব্যাটসম্যানদের ব্যাটিং প্রস্তুতি খুঁটিয়ে দেখবেন লারা ও সারওয়ান। একই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন শুরুর আগে হোল্ডার বাহিনীকে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করবেন তাঁরা।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরিচালক জিমি অ্যাডামস এক বিবৃতিতে বলেন, 'আমরা ব্রায়ান ও সারওয়ানকে নিয়ে আসছি ক্যাম্পে। ওরা এই ক্রিকেটারদের সঙ্গে কাজ করবেন। ব্রায়ান ও রনির জাতীয় দলের প্রতি প্যাশন এখনও রয়েছে। আমরা জানি, বর্তমান প্রজন্মের সঙ্গে কাজ করে নিজেদের অভিজ্ঞতা মেলে ধরতে পারবে তাঁরা।'
ভারতের বিপক্ষে ১৩ সদস্যের টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন জন ক্যাম্পবেল, শামার ব্রুকস এবং রাহকিম কর্নওয়ালরা। যাদের মধ্যে ক্যাম্পবেল ৩টি টেস্ট খেললেও এখনও সাদা পোশাকে দেশের হয়ে মাঠে নামা হয়নি ব্রুকস ও কর্নওয়ালের। তবে ভারতের বিপক্ষে নিজেদের সামর্থ্যের জানান দিতে পারবে তারা বলে বিশ্বাস করেন জিমি অ্যাডামস।
সাবেক এই ক্যারিবিয়ান ক্রিকেটার বলেন, 'দলে বেশ কিছু তরুণ ক্রিকেটার রয়েছেন, যারা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের আগামী দিনের ভবিষ্যৎ। চলতি বছরের শুরুর দিকে ইংল্যান্ডকে হারানোর সময়ে সেই ক্রিকেটারদের উন্নতি প্রত্যক্ষ করেছি আমরা। এই সিরিজে আমরা চাই ওরা ক্রিকেটার হিসেবে আরও সমৃদ্ধ হয়ে উঠুক।'