promotional_ad

ক্যারিবিয়ানদের শতরানের লিডের পর লড়ছে ইংল্যান্ড

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাউদ্যাম্পটন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১১৪ রানের লিড পায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ইংল্যান্ড ২০৪ রান করার পর ওয়েস্ট ইন্ডিজ করে ৩১৮ রান। এরপর স্বাগতিকরা ব্যাটিংয়ে নেমে করেছে বিনা উইকেটে ১৫ রান। এই মুহূর্তে তারা পিছিয়ে আছে ৯৯ রানে।


তৃতীয় দিনের শুরুতে দলকে টেনেছেন ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট। শেষদিকে দলকে পথ দেখান শেন ডাওরিচ। এই দুজনের জোড়া হাফ সেঞ্চুরিতে লিডের দেখা পায় ওয়েস্ট ইন্ডিজ।


লাঞ্চের আগে বেন স্টোকসের বলে লেগ বিফোর উইকেটের শিকার হন ব্র্যাথওয়েট। ফেরার আগে করেন ১২৫ বলে ৬৫ রান। এরপর শামারাহ ব্রুকস (৩৯), রস্টন চেজরা (৪৭) দলের হাল ধরতে চাইলেও বেশীক্ষণ তা পারেননি। দুজনকেই বিদায় করেন জেমস অ্যান্ডারসন। 


promotional_ad

ওয়েস্ট ইন্ডিজ তাদের শেষ পাঁচ উইকেট হারায় ৫১ রানে। সফরকারীদের উইকেটরক্ষক ব্যাটসম্যান ডাওরিচ শেষদিকে একার লড়াইয়ে করেন ৬১ রান। তাঁর প্রচেষ্টার কারণেই মূলত তিনশ পার করে ক্যারিবিয়ানরা।


ইংল্যান্ডের বোলারদের মধ্যে ভারপ্রাপ্ত অধিনায়ক স্টোকস নিয়েছেন চার উইকেট, অ্যান্ডারসনের শিকার তিন উইকেট।
 
শেষ বিকেলে ব্যাটিং করতে নেমে শ্যানন গ্যাব্রিয়েল ও কেমার রোচের বোলিংয়ের সামনে অস্বস্তিতে ছিলেন দুই ইংলিশ ওপেনার ররি বার্নস ও ডম সিবলি। অবশ্য দশ ওভার ব্যাটিং করলেও বিপদ ঘটতে দেননি তারা।


তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:


ইংল্যান্ড প্রথম ইনিংস: ৬৭.৩ ওভারে ২০৪
(স্টোকস ৪৩, বাটলার ৩৫, বেস ৩১*; হোল্ডার ৬/৪২, গ্যাব্রিয়েল ৪/৬২)


ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১০২ ওভারে ৩১৮/১০
(ব্র্যাথওয়েট ৬৫, ডাওরিচ ৬১, চেজ ৪৭; স্টোকস ৪/৪৯, অ্যান্ডারসন ৩/৬২)


ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ১০ ওভারে ১৫/০
(বার্নস ১০*, সিবলি ৫*)
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball