ইংলিশ পেসারদের তোপে বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজ

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ভাগ্য খারাপ ওলি পোপ এবং জস বাটলারের! ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় দিন সেঞ্চুরি তুলে নিতে পারলেন না কেউই। এই দুজনের কেউ সেঞ্চুরি তুলতে না পারলেও ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে থেমেছে ৩৬৯ রানে। জবাবে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছয় উইকেটে ১৩৭ রান। ক্যারিবিয়ানরা পিছিয়ে আছে ২৩২ রানে।
আগের দিন ৯১ রানে অপরাজিত থাকা পোপ এদিন রানের খাতায় কোনও রান যোগ না করেই বিদায় নেন। শ্যানন গ্যাব্রিয়েলের বলে বোল্ড হয়ে বিদায় নেন তিনি।
দীর্ঘ সময় পর টেস্ট হাফ সেঞ্চুরির দেখা পাওয়া বাটলারের সম্ভাবনাময় ইনিংসটি থামে ৬৭ রানে। ইংলিশ লোয়ার মিডল অর্ডারে এরপর লড়াই চালিয়ে যান স্টুয়ার্ট ব্রড।

নয়টি চার ও একটি ছক্কায় ৪৫ বলে ৬২ রান করেন তিনি। তাঁর এমন ইনিংসেই বড় সংগ্রহ পায় ইংল্যান্ড। ক্যারিবিয়ানদের হয়ে চারটি উইকেট নেন কেমার রোচ।
এরপর ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ অবশ্য শুরু থেকেই ধুঁকেছে। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, জফরা আর্চার ও ক্রিস ওকসের চতুর্মুখী পেস আক্রমণে নাজেহাল ছিল তারা।
এখন পর্যন্ত কেবল জন ক্যাম্পবল করেছেন ৩২ রান। দ্বিতীয় সর্বোচ্চ রান জারমেইন ব্ল্যাকউডের (২৬)। অধিনায়ক জেসন হোল্ডার (২৪*) ও উইকেটরক্ষক ব্যাটসম্যান শেন ডাওরিচ (১০*) আছেন উইকেট পাহারায়।
ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন ও ব্রড। একটি করে উইকেট নিয়েছেন আর্চার ও ওকস।
দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড প্রথম ইনিংস: ১১১.৫ ওভারে ৩৬৯/১০
(পোপ ৯১, বাটলার ৬৭, ব্রড ৬২; রোচ ৪/৭২, চেজ ২/৩৬)
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৪৭.১ ওভারে ১৩৭/৬
(ক্যাম্পবেল ৩২, ব্ল্যাকউড ২৬; অ্যান্ডারসন ২/১৭, ব্রড ২/১৭)