বলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে ৯ ম্যাচ নিষিদ্ধ

ছবি: ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংলিশ কাউন্টি বব উইলস ট্রফিতে মিডলসেক্সের বিপক্ষে একটি ম্যাচে বলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেছিলেন সাসেক্সের অস্ট্রেলিয়ান পেসার মিচ ক্লেডন। এর ফলশ্রুতিতে তাকে রেকর্ড নয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
ক্রিকেটের ইতিহাসে এই প্রথম এতো বেশি পরিমাণ ম্যাচ নিষিদ্ধ করা হলো কোনো ক্রিকেটারকে।

এর আগে তাকে এই অপরাধে বহিস্কার করা হলেও তদন্তের পর তাকে নয় ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
সম্প্রতি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি। সেখানে বলা হয়েছে ৩.৩ এবং ৩.৭ ধারা ভঙ্গের অপরাধে তাকে নয় ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
মিডলসেক্সের বিপক্ষে সেই ম্যাচের প্রথম ইনিংসে তিন উইকেট নেন ক্লেডন। সেই ম্যাচের ওই ইনিংসেই বলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে দেখা গেছে তাঁকে।
অভিজ্ঞ ফাস্ট বোলার ক্লেডন ১১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। এছাড়া ১১০টি লিস্ট এ ম্যাচ ও ১৪৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তিন সংস্করণ মিলিয়ে ৬০৭টি উইকেট নিয়েছেন তিনি।