এনামুলের ডাবল সেঞ্চুরির পর খুলনার বোলারদের দাপট

promotional_ad

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আগের রাউন্ডেই শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেছে খুলনা বিভাগ। শেষ রাউন্ডে ব্যাটে বলে দাপট দেখিয়ে টানা তৃতীয় শিরোপায় চোখ, এনামুল-মিরাজদের। বিকেএসপিতে টায়ার-১ এর ম্যাচে দ্বিতীয় ইনিংসে এখনও ১৭৭ রানে পিছিয়ে ঢাকা।


চার উইকেটের বিনিময়ে ১৬৯ রান করে তৃতীয় দিন শেষ করেছে তারা। এদিকে, ঢাকা বিভাগের বিপক্ষে দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি হাকিয়ে এই ম্যাচের পুরো আলো নিজের করে নিয়েছেন খুলনার ব্যাটসম্যান এনামুল হক বিজয়।


এই গুরুত্বপূর্ণ ম্যাচে ২৫১ বলে ২০২ রানের দারুণ এক ডাবল সেঞ্চুরি করেছেন খুলনার ওপেনার। তার এই অসাধারণ ইনিংসটি ২৩ টি চার ও ৪ টি ছক্কার মারে সাজানো ছিল। ব্যক্তিগত ২০২ রানে তিনি শুভাগত হোমের বলে সাজঘরে ফিরেছেন।


promotional_ad

এনামুলের সঙ্গে রেকর্ড ২৯৫ রানের জুটি গড়া মেহেদি হাসানও পেতে পারতেন ডাবল সেঞ্চুরির দেখা। তবে, ১৭৭ রান করে মোহাম্মদ শরিফের শিকার হয়েছেন। মেহেদীর বিদায়ের পরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে খুলনা।


তারপর, ৮ উইকেট হারিয়ে ৪৫৯ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে খুলনা। প্রথম ইনিংসে ৩৪৬ রানের বড় লীড পায় এনামুল-মেহেদীরা। ব্যাট হাতে দুর্দান্ত খেলা খুলনা বল হাতে আবারও সামর্থ্যের প্রমাণ দিয়ে স্বস্তিতে দিন শেষ করেছে।


খুলনার পাহাড়সম রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৩৫ রানেই ঢাকা তাদের ওপেনার মোহাম্মদ জাহিদুজ্জামানের উইকেট হারায়। ২০ রান করে তিনি রুবেল হোসেনের শিকার হয়েছেন। ওয়ানডাউনে নামা শুভাগত হোম ২৫ রান করে মেহেদি হাসানের বলে উইকেটরক্ষক সোহানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন।


দুর্দান্ত এক অর্ধশতক তুলে নেয়া রকিবুল হাসানকে ফিরিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। রকিবুলের ব্যাট থেকে এসেছে ৫৮ রান। এরপর ২৭ রান করা আব্দুল মজিদকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেছেন খুলনা দলপতি আব্দুর রাজ্জাক।


দিন শেষে অপরাজিত আছেন তাইবুর পারভেজ  ৩৫ রান করে ও ২ রান নিয়ে তার সঙ্গী নাদিফ চৌধুরি। এখন দেখার বিষয়, ব্যাটিং বিপর্যয়ে পড়া ঢাকা তারকাবহুল খুলনার বিপক্ষে কতটা লড়াই করতে পারে। এর আগে মেহেদী হাসান মিরাজের বোলিং ঘুর্নিতে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১১৩ রানে অল আউট হয়েছিল ঢাকা বিভাগ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball