এটা তো মাত্র শুরুঃ আইয়ার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের শিরোপার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে তারুণ্য নির্ভর দল দিল্লি ক্যাপিটালসের। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পরাজিত হয়ে কোয়ালিফায়ার ম্যাচ থেকে বাদ পড়েছে দলটি। তবে তাদের স্বপ্ন যাত্রা মাত্র শুরু হয়েছে বলে বিশ্বাস দলটির অধিনায়ক শ্রেয়াস আইয়ারের।
২০১৮ সালের আইপিএল মৌসুমে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দিল্লি এবারের আসরে খুব শক্তভাবেই ঘুরে দাঁড়িয়েছে। পার করেছে স্বপ্নের মৌসুম। দুর্দান্ত পারফর্মেন্সে ১৪ ম্যাচে ৯ জয়ে তিন নম্বর জায়গা নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে তারা। এলিমিনেটর ম্যাচে গতবারের রানার্স আপ সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে কোয়ালিফায়ার ম্যাচ খেলেছে তারা।

শিরোপার খুব কাছে গিয়েও ফিরে এসেছে তরুণ ক্রিকেটার আইয়ার,পান্তরা। তবে তাতে কোন দুঃখ নেই দলপতি আইয়ারের। পরবর্তী আসরে আরও শক্তভাবে ফিরে আসবে তারা, এগিয়ে যাওয়ার পাথেয় এখান থেকেই নিচ্ছে দলটি। নিজ দলের পারফর্মেন্সে অনেক বেশি সন্তুষ্ট আইয়ার। চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ শেষে জানান,
'স্বপ্নের মৌসুম ছিল আমাদের জন্য এবং এটা তো মাত্র শুরু। পরবর্তী মৌসুমে আমরা আরও কিছু নিয়ে আসব। আমরা দল হিসেবে খেলেছি, এগিয়ে যাওয়ার গতি পেয়েছে এবং এখনই সময় এখান থেকে বড় হওয়ার।
'এই মৌসুমে দিল্লির খেলা নিয়ে আমি সত্যিই গর্বিত। শেষ মৌসুমটা আমাদের জন্য হতাশার ছিল। এই বছর আমরা যেভাবে ফিরে এসেছি, এর জন্য এই ম্যাচ পর্যন্ত সবাই তাঁদের দায়িত্ব পালন করেছে।'
নিজেদের ভুলেই ম্যাচটি পরাজিত হতে হয়েছে দিল্লিকে, স্বীকার করেছেন অধিনায়ক। প্রথম থেকেই আগ্রাসী হওয়া কাল হয়ে দাঁড়িয়েছে দলটির জন্য। পরিকল্পনার ঘাটতিই তাদের পরাজয়ের প্রধান কারণ বলে মনে করছেন আইয়ার।
'আমাদের ইনিংসের পরিকল্পনা কিছুটা বাজে ছিল। আরেকটু দায়িত্বশীল হওয়া উচিৎ ছিল এবং দলকে শেষের কিছু ওভার পর্যন্ত নিয়ে যাওয়া দরকার ছিল। যেন হার্ড হিটাররা ভালোভাবে শেষ করে আসতে পারে।'