promotional_ad

এলপিএল দিয়ে বড় আয়ের সম্ভাবনা দেখছে লঙ্কান ক্রিকেট বোর্ড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নতুন করে টি-টোয়েন্টি লিগ আয়োজন করতে যাচ্ছে শ্রীলঙ্কা। লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) নামে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবার কথা রয়েছে আগামী ২৮ আগস্ট থেকে। এই টুর্নামেন্ট দিয়ে বিপুল পরিমাণ আয় হবে বলে আশা করছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। কেননা দুবাই ভিত্তিক একটি সংস্থার সঙ্গে ৫ বছরের জন্য ১১ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি ইতোমধ্যে সম্পাদন করেছে বোর্ড।


ইনোভেটিভ প্রোডাকশন গ্রুপের (আইপিজি) কাছ থেকে এসএলসি ইতোমধ্যেই একটি প্রস্তাব পেয়েছে যে প্রতিষ্ঠানটি এলপিএলের উদ্বোধনী সংস্করণের অধিকারের জন্য ১.৯ মিলিয়ন মার্কিন ডলার দিবে। তারা দ্বিতীয় বছরে আরও ১.৯ মিলিয়ন মার্কিন ডলার সরবরাহ করবে এবং তারপরে পরের তিন বছরের জন্য প্রত্যেকে ১০ শতাংশ করে বৃদ্ধি পাবে। পাঁচ বছরের সময়কালে এটি মোট ১১ মিলিয়ন মার্কিন ডলার হয়ে উঠবে।


সম্প্রতি শ্রীলংকার স্থানীয় সংবাদমাধ্যমে বিষয়টি সম্পর্কে জানানো হয়।


promotional_ad

সেখানে বলা হয়, আইপিজি টুর্নামেন্টটির ফ্র্যাঞ্চাইজি, মাঠ এবং প্রচার স্বত্বের মালিকানা পেতে যাচ্ছে। সেই সঙ্গে আইপিজি টুর্নামেন্টটির বেশিরভাগ যৌক্তিক ব্যয় বহন করবে, এসএলসিকে মাঠ সুবিধা প্রদান করবে এবং আম্পায়ার এবং ম্যাচের কর্মকর্তাদের দেখাশোনা করবে।


এসএলসির একটি সূত্র থেকে জানা যায়, আইপিজি নিরীক্ষিত অ্যাকাউন্ট সরবরাহের পরে এই চুক্তি স্বাক্ষরিত হবে। বোর্ড অর্থ প্রাপ্তির নিশ্চয়তার জন্য বা ব্যাংক গ্যারান্টি পাওয়ার জন্য অপেক্ষা করছে। চুক্তি স্বাক্ষর হওয়ার পরে, এসএলসি স্বাস্থ্য মন্ত্রণালয়য়ের সঙ্গে মিলে এই টুর্নামেন্টের অনুমোদনের জন্য কাজ করবে।


এসএলসি কর্মকর্তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে বিদেশী খেলোয়াড়দের ৭২ ঘন্টার ভেতর পিসিআর টেস্টের অনুমোদনের জন্য চলতি সপ্তাহে আলোচনা করছিলেন। প্রাথমিকভাবে চলতি মাসের শেষের দিকে টুর্নামেন্ট শুরু করার কথা ছিল, তবে কর্মকর্তারা ব??েছিলেন যে সেপ্টেম্বরে টুর্নামেন্টটি শুরু হবে এবং এটিই বাস্তবসম্মত লক্ষ্য।


২০১১ সালে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ (এসএলপিএল) আয়োজনের ঘোষণা দিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তবে সে বছর তা অনুষ্ঠিত হয়নি। এক বছর পর ২০১২ সালে মাঠে গড়ায় এসএলপিএল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে স্থগিত হয় এই শ্রীলঙ্কার এই টি-টোয়েন্টি লিগ। এরপর আর মাঠে গড়ায়নি এসএলপিএল।


এবার ৮ বছর পর আবারো নতুন করে টি-টোয়েন্টি লিগ আয়োজন করতে যাচ্ছে শ্রীলঙ্কা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball