এলপিএলের প্রাথমিক তালিকায় প্ল্যাঙ্কেট-সাউদি-হাফিজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী ২৮ আগস্ট থেকে শুরু হবার কথা রয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। আগ্রহ এবং প্রাপ্যতার সময়সীমা অনুসরণ করে শ্রীলঙ্কার আসন্ন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগের জন্য মোট ৯৩ জন আন্তর্জাতিক ক্রিকেটারকে তালিকাভুক্ত করা হয়েছে।
এলপিএল শীর্ষস্থানীয় এসএলসি কর্মকর্তা স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এই কর্মকর্তার দেয়া তথ্য মতে ইংলিশ পেসার লিয়াম প্ল্যাঙ্কেট, নিউজিল্যান্ডের টিম সাউদি, পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ এবং ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ডোয়াইন স্মিথ রয়েছেন শীর্ষ তালিকায়।

এলপিএলের সেই কর্মকর্তা আর জানান, আইপিজি (টুর্নামেন্টের স্পন্সর) এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর উপর নির্ভর করে খেলোয়াড়দের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। এবং ক্রিকেট শ্রীলংকা (এসএলসি) এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না।
প্রস্তাবিত সময় অনুযায়ী ২৮ আগস্ট থেকে শুরু হবে টুর্নামেন্টটি এবং শেষ হবে ২০ সেপ্টেম্বর। অপরদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি বছরের আসর শুরু হবে ১৯ সেপ্টেম্বর এবং শেষ হবে ১০ নভেম্বর। ফলে এলপিএলের সাথে জড়িত খেলোয়াড়রা আইপিএলের প্রথম সপ্তাহের ম্যাচগুলো খেলতে পারবেন না।
লিগের জন্য মোট ৩০ জন আন্তর্জাতিক ক্রিকেটার (প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ছয়জন) এবং পাঁচজন কোচ নির্বাচিত হবেন। এছাড়াও ১৩০ জন স্থানীয় খেলোয়াড় থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দল গঠন করতে পারবেন।
২০১১ সালে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ (এসএলপিএল) আয়োজনের ঘোষণা দিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তবে সে বছর তা অনুষ্ঠিত হয়নি।
এক বছর পর ২০১২ সালে মাঠে গড়ায় এসএলপিএল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে স্থগিত হয় এই শ্রীলঙ্কার এই টি-টোয়েন্টি লিগ। এরপর আর মাঠে গড়ায়নি এসএলপিএল। এবার ৮ বছর পর আবারো নতুন করে টি-টোয়েন্টি লিগ আয়োজন করতে যাচ্ছে শ্রীলঙ্কা।