promotional_ad

দল জিতিয়েও শেবাগের মন জিততে পারেননি স্টইনিস!

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ব্যাট হাতে ২১ বলে ৫৩ রান করেছেন মার্কাস স্টইনিস। বল হাতে শেষ ওভারে টানা দুই বলে দুই উইকেট নিয়ে দিল্লী ক্যাপিটালসকে সুপার ওভারে তোলেন অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার। দিল্লী সুপার ওভারে জেতার পর ম্যাচ সেরার পুরস্কারও জিতেন স্টইনিস। যদিও বীরেন্দর শেবাগের মন জিততে পারেননি তিনি!


ভারতের সাবেক ক্রিকেটারের মতে, ম্যাচ সেরার পুরস্কার জেতার দরকার ছিল আম্পায়ারের! রবিবারের ম্যাচে আম্পায়ারের ভুলের কারণে সুপার ওভার পর্যন্ত গড়িয়ে যায় ম্যাচ।


promotional_ad

টুইটারে ভারত ও দিল্লীর সাবেক ওপেনার শেবাগ তাচ্ছিল্যের ছলে লিখেন, ‘আমি ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারের সঙ্গে একমত নই। যেই আম্পায়ার শর্ট রান দিয়েছিল, সেই আম্পায়ারের ম্যান অব দ্য ম্যাচ পাওয়া উচিৎ। ঐটা শর্ট রান ছিল না এবং এটাই পার্থক্য গড়ে দিয়েছে।’


দিল্লীর বিপক্ষে ম্যাচটিতে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারণে এক রান কম পায় পাঞ্জাব। সেই 'এক রান' পাঞ্জাবকে ম্যাচ থেকেও ছিটকে দিয়েছে।


ম্যাচটি প্রথমে টাই হয়েছে। এরপর সুপার ওভারে দিল্লীর কাছে পাত্তাই পায়নি পাঞ্জাব। ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১৯তম ওভারে কাগিসো রাবাদার ইয়র্কার লেংথের বল লং অনে ঠেলে দেন ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়াল।


তারপর দুই ব্যাটসম্যান দু'বার প্রান্ত বদলান। এদিকে লেগ আম্পায়ারের দায়িত্বে থাকা নিতিন মেনন সঙ্কেত দেন, এক রানের কমতি আছে। নন-স্ট্রাইক প্রান্তে থাকা ক্রিস জর্দান প্রথম রানটি নেওয়ার সময় দাগ পার হননি বলে দাবি করেন আম্পায়ার মেনন।


যদিও টিভি রিপ্লেতে দেখা যায়, জর্দান বেশ ভালোভাবেই দাগ পেরিয়েছিলেন। এরপর আম্পায়ার নিজের সিদ্ধান্তে বদল আনেননি। ম্যাচও হারে পাঞ্জাব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball