গিলের ‘এক নম্বর চিয়ারলিডার’ স্টাইরিস!

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান শুবমান গিলের দারুণ ভক্ত স্কট স্টাইরিস। নিউজিল্যান্ডের সাবেক এই অলরাউন্ডার নিজেকে গিলের 'এক নম্বর চিয়ারলিডার' বলেও মন্তব্য করেছেন।
খেলোয়াড়ি জীবন শেষে ধারাভাষ্যে যোগ দেয়া স্টাইরিস মনে করেন, গৌতম গম্ভীর এবং রবিন উথাপ্পা কলকাতা ছেড়ে যাওয়ার পর দলটির ব্যাটিং বিভাগের নেতা হওয়ার সামর্থ্য কেবল গিলেরই আছে।

'গেম প্ল্যান' নামক শো তে স্টাইরিস বলেন, 'গত ১৮ মাস ধরে আমি গিলের এক নম্বর চিয়ারলিডার। সে অসাধারণ ক্রিকেটার এবং তাকে দেখার পর থেকে আমি তার ভক্তদের মধ্যে শীর্ষে। সে খুবই প্রতিভাবান ব্যাটসম্যান।
রবিন উথাপ্পা এবং গৌতম গম্ভীর যাওয়ার পর শুবমান কলকাতার ব্যাটিং বিভাগের নেতা। সে কলকাতার সেরা ব্যাটসম্যান। গিলের ওপর প্রত্যাশাও অনেক বেশি, যেটা অন্যান্য তরুণ ক্রিকেটারদের ওপর নেই। সে অতিরিক্ত কিছু দায়িত্ব পালন করে যেটা অন্যান্য তরুণ ক্রিকেটাররা করে না।'
আরব আমিরাতে চলমান আইপিএলে গ্রুপ পর্বের সব ম্যাচ শেষে কলকাতা পয়েন্ট তালিকার তিন নম্বরে থাকবে বলেও ভবিষ্যদ্বাণী করেন স্টাইরিস। দলটির ব্যাটিং এবং বোলিং বিভাগের শক্তি নজর কেড়েছে তাঁর।
স্টাইরিস আরও বলেন, 'কেকেআর পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকবে। তাদের ব্যাটিং ইউনিট বেশ ভালো। বোলিং ইউনিটও দারুণ।
শিভম মভি, কম্লেশ নগরকোটিরা দুই বছর আগে ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জিতিয়েছে। ফার্গুসন, কামিন্স এবং রাসেলরা তো আছেই।'