কুমিল্লায় নবি, বরিশালে নাভিন-কাদির

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ছেলের সঙ্গে জাতীয় দলে খেলতে চান নবি
১৮ ফেব্রুয়ারি ২৫
ব্যাটিংয়ে বয়সের ছাপ পড়েছে, বল হাতেও আগের মতো কার্যকরী হতে পারছেন না মোহাম্মদ নবি। তবে আফগানিস্তানের সাবেক অধিনায়কের উপর আস্থা রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের জন্য নবির সঙ্গে সরাসরি চুক্তি করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
লম্বা সময়ে ধরেই ব্যাট হাতে ছন্দে নেই নবি। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজের ছাপ রাখতে পারেননি তিনি। কদিন আগে কলকাতা নাইট রাইডার্সের রিটেইন ক্রিকেটারের তালিকাও জায়গা মেলেনি নবির। তবে বাংলাদেশের মাটিতে বরাবরই দুর্দান্ত অভিজ্ঞ এই অলরাউন্ডার।

বিপিএলেও নিয়মিত পারফর্ম করতে দেখা যায় তাকে। যে কারণে শিরোপার ধরে রাখার মিশনে নবিকে দলে নিয়েছে কুমিল্লা। এর আগেও দলটির হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে নবির। এ ছাড়া চট্টগ্রাম ভাইকিংস, রংপুর রাইডার্স এবং সিলেট রয়্যালসের হয়ে খেলেছেন তিনি।
নবির আগে বিদেশি ক্রিকেটার হিসেবে শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলি, খুশদিল এবং আবরার আহমেদ, জশুয়া কব এবং ব্রেন্ডন কিংয়ের সঙ্গে চুক্তি করেছে কুমিল্লা। দেশি ক্রিকেটার হিসেবে বর্তমান চ্যাম্পিয়নদের জার্সিতে দেখা যাবে মুস্তাফিজুর রহমানকে।
এদিকে পাকিস্তানের লেগ স্পিনার উসমান কাদির ও আফগানিস্তানের পেসার নাভিন উল হককে দলে নিয়েছে ফরচুন বরিশাল। এর আগে বিদেশি ক্রিকেটার হিসেবে কুশল পেরেরা, রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, ক্রিস গেইল, রাকিম কর্নওয়াল, করিম জানাত, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং ইফতিখার আহমেদকে দলে নিয়েছে তারা।
বরিশালের আইকন ক্রিকেটার হিসেবে দেখা যাবে সাকিব আল হাসানকে। বিপিএলের সর্বশেষ আসরেও দলটির হয়ে খেলেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। সেবার ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে বরিশালকে ফাইনালেও তুলেছিলেন সাকিব।