promotional_ad

‘ছন্দ নেই’, এ কারণে শামিকে নিয়মিত খেলায়নি হায়দরাবাদ

চলতি আইপিএলে কেবল ৯ ম্যাচ খেলেন মোহাম্মদ শামি, ফাইল ফটো
চোট কাটিয়ে মাঠে ফিরলেও পুরোনো মোহাম্মদ শামিকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছে না। সাদা বলের ক্রিকেটে তার ধার অনেকটাই কমে গিয়েছে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। ঘরোয়া ক্রিকেট অথবা জাতীয় দল— কোথাও নিজের সেরাটা এখনো দিতে পারেননি তিনি। যার কারণে ভারত দলের ইংল্যান্ড সফরের স্কোয়াডেও জায়গা হয়নি তার। এমনকি আইপিএলেও তাকে নিয়মিত খেলায়নি সানরাইজার্স হায়দরাবাদ।

promotional_ad

শেষবারের নিলামে ১০ কোটি টাকা দিয়ে শামিকে দলে নেয় হায়দরাবাদ। তাকে ঘিরেই সাজানো হয় দলটির বোলিং বিভাগ। কিন্তু আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি শামি। এবারের আইপিএলে মাত্র ৯ ম্যাচ খেলেছেন তিনি। উইকেট পেয়েছেন মাত্র ছয়টি। অথচ ওভারপ্রতি রান দিয়েছেন ১১-এরও বেশি। যার কারণে তাকে ছাড়াই বেশ কয়েকটি ম্যাচ খেলে হায়দরাবাদ।


আরো পড়ুন

ইংল্যান্ড সফরের ভারত দলে সুদর্শন-নায়ার-আর্শদিপ, নেই শামি

২৪ মে ২৫
করুন নায়ার (বামে) ও সাই সুদর্শন (ডানে), ফাইল ফটো

এ নিয়ে হায়দরাবাদের প্রধান কোচ ড্যানিয়েল ভেটরি বলেন, 'শামি অনেক দিন টি-টোয়েন্টি খেলেনি। তাই স্বাভাবিক ভাবেই ছন্দে ফিরতে ওর সময় লাগছে। শেষবার গুজরাটের হয়ে শামির বেগনি টুপি জেতার পর গত ১৮ মাসে আইপিএল অনেক এগিয়ে গিয়েছে। ধারাবাহিকতা এখন ওর সবচেয়ে বড় চ্যালেঞ্জ।'


promotional_ad

২০২৩ সালে গুজরাট টাইটান্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন শামি। সবচেয়ে বেশি উইকেট নিয়ে বেগনি টুপির মালিক হয়ে ছিলেন আইপিএলের সেই আসরে। কিন্তু চোটের কারণে দীর্ঘ বিরতির পর এবার আর সেই শামিকে দেখা যাচ্ছে না। সুইং কমে যাওয়া এবং নিখুঁত লেংথ না পাওয়াই বড় সমস্যা বলে মনে করছেন ভেটরি।


আরো পড়ুন

পরের আইপিএলে পুরোদস্তুর অলরাউন্ডার হয়ে উঠবেন দুবে, বিশ্বাস ভেটরির

২৬ মে ২৫
বিসিসিআই

তিনি বলেন, 'শামি যখন ঠিক লেংথে বল করে তখন ওকে খেলা খুব মুশকিল। এ বার সেটাই হচ্ছে না। ও নেটে পরিশ্রম করছে। কিন্তু এখনও ছন্দে ফিরতে পারেনি। তবে ও যা পরিশ্রম করছে, তার ফল ও পাবেই।'


শামির ছন্দ নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকারও। এক দিনের বিশ্বকাপের পর অস্ত্রোপচার করিয়েছিলেন শামি। তারপর দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। ফেরার পর ঘরোয়া ক্রিকেট খেলে ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা সত্ত্বেও তার সাম্প্রতিক পারফরম্যান্স আশাব্যঞ্জক নয়। সেই কারণেই ইংল্যান্ড সফরে তাকে দলে রাখা হয়নি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball