রাজস্থান ছাড়তে চান ১৮ কোটির স্যামসন

ছবি: বিসিসিআই

কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেয়ার পর ২০১৩ সালে রাজস্থানে যোগ দেন স্যামসন। ২০১৬ ও ২০১৭ আইপিএলে রাজস্থান নিষিদ্ধ হলে ওই সময় দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি। ছোটবেলা থেকেই ব্যাটিং পারফরম্যান্সে সবার নজর কেড়েছেন তিনি। মুম্বা ইন্ডিয়ান্সের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলার পর দেখা করার জন্য শচীন টেন্ডুলকার ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন। সেই সময় স্যামসনকে নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন শচীন।
কেরালা লিগে ইতিহাস সেরা দামে ব্লু টাইগার্সে স্যামসন
৫ জুলাই ২৫
রাজস্থানের হয়ে ১১ মৌসুমে ১৪৩ ম্যাচ খেলার পর সম্পর্ক ছিন্ন করতে চাইছেন স্যামসন। আইপিএলের বাইরে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতেও রাজস্থানের হয়ে ৬ ম্যাচ খেলেছেন তিনি। আইপিএলের গত মৌসুম শেষেই স্যামসনের পরিবারের সদস্যরা সরাসরি বলেছেন ডানহাতি উইকেটকিপার ব্যাটারের পুরনো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার ইচ্ছে নেই। এমনকি তাঁর কাছের কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেটারও এমন ইঙ্গিত দিয়েছেন সে যেভাবে চাচ্ছে রাজস্থানের সঙ্গে সম্পর্কটা ওমন নেই।

সেটার একটা বড় কারণ হতে পারে অধিনায়ক হিসেবে পুরোপুরি স্বাধীনতা না পাওয়া। রাজস্থানের মতো ভারতের টি-টোয়েন্টি দলেও ওপেনিং করেন স্যামসন। তবে আইপিএলের গত মৌসুমে তিনি ইনজুরিতে পড়লে বৈভব সূর্যকুমারবংশীকে সঙ্গে নিয়ে ওপেনিং করেন ইয়াশভি জয়সাওয়াল। দুর্দান্ত ব্যাটিংয়ে আলো ছড়িয়ে জায়গাটা নিজের করে নিয়েছেন সূর্যকুমারবংশী। অন্যপ্রান্ত জায়গায়টা আগেই পোক্ত করা জয়সাওয়ালের। যার ফলে ফেরার পর তিনে ব্যাটিং করতে হয়েছে স্যামসনকে।
‘১০ কোটির’ অশ্বিনকে ছেড়ে দিচ্ছে চেন্নাই
৮ আগস্ট ২৫
আগামী মৌসুমেও ওপেনিং জুটি হিসেবে জয়সাওয়াল ও সূর্যকুমারবংশীকে বিবেচনা করার কথা রাজস্থানের। এমন পরিস্থিতিতে জুনে মৌসুম পরবর্তী রিভিউ মিটিংয়ে স্যামসনের দল ছাড়ার বিষয়টি নিয়ে আলাপ হয়েছে। যদিও এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি। গত আসরের আগে ১৮ কোটি রুপিতে ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে রিটেইন করেছে তারা। অর্থাৎ আগামী দুই মৌসুমেও রাজস্থানের হয়ে খেলতে বাধ্য স্যামসন।
আইপিএলের নিয়ম অনুযায়ী, এমন অবস্থায় কোনো ক্রিকেটারের দল ছাড়ার বিষয়টি পুরোপুরি নির্ভর করে ফ্র্যাঞ্চাইজির। তারা চাইলেই কেবল দল ছাড়তে পারবেন ক্রিকেটার। ড্রেসিং রুমের পরিস্থিতি ঠিক রাখতে স্যামসনের বিষয়টি বিবেচনা করতেও পারে রাজস্থান। সেটা করতে চাইলে তাদের সামনে দুইটা পথ খোলা। হয় নিলামের আগে ছেড়ে দিতে হবে নয়ত ট্রেড করে দিতে হবে। সেটা ক্রিকেটার অদলবদল করেও হতে পারে আবার নগদ টাকার মাধ্যমেও হতে পারে।
রাজস্থান যদি ট্রেড করার সিদ্ধান্ত নেয় তাহলে স্যামসনের জন্য যেতে পারে চেন্নাই সুপার কিংস। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, মহেন্দ্র সিং ধোনির বিকল্প হিসেবে ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে বিবেচনা করতে পারে পাঁচবারের চ্যাম্পিয়নরা। যদিও ক্রিকবাজ জানিয়েছে, চেন্নাইয়ের মধ্যে স্যামসনকে ট্রেড করার বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা সেটা এখনো নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, স্যামসনের মতো কাউকে পেলেই আইপিএল থেকে অবসর নিয়ে টিম ম্যানেজমেন্টের অংশ হতে পারেন ধোনি।