এসএ টোয়েন্টির নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার

ছবি: ফাইল ছবি

২০২৪ সালে টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া মাহমুদউল্লাহ রিয়াদ নাম দিয়েছেন নিলামে। তবে বাকি ২২ ক্রিকেটারের নাম প্রকাশ করেনি ক্রিকবাজ। বাংলাদেশের পাশাপাশি ইংল্যান্ডের ১৫৩, ওয়েস্ট ইন্ডিজে ৫০, পাকিস্তানের ৪০, শ্রীলঙ্কার ৩৬, আফগানিস্তানের ২৭, ভারতের ১৩ এবং সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ড থেকে আছেন ১১ জন করে ক্রিকেটার। একজন করে ক্রিকেটার আছেন কম্বোডিয়া, উগান্ডা ও মালয়েশিয়ার।
এসএ২০ লিগের নিলামে ভারতের ১৩ ক্রিকেটার, পাকিস্তানের ৪০
২৩ আগস্ট ২৫
জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসের ১০ জন করে ক্রিকেটার নিবন্ধন করেছেন। নিউজিল্যান্ডের ৯, নামিবিয়ার ৫, অস্ট্রেলিয়া, কানাডা, নেপালের আছেন তিনজন করে ক্রিকেটার। সবচেয়ে বেশি ৩২৮ জন ক্রিকেটার আছেন সাউথ আফ্রিকার। তাদের পাশাপাশি জামার্নের ক্রিকেটারও এসএ টোয়েন্টির নিলামের জন্য নাম দিয়েছেন।

২০২৪ সালের জুলাইয়ে টেস্ট ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন জেমস অ্যান্ডারসন। অবসরের পর ১৭ প্রথম শ্রেণির ম্যাচ খেলা ছাড়াও ভাইটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টি ও ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে দ্য হান্ড্রেডে খেলেছেন। আইপিএলের গত আসরের নিলামে নাম দিলেও ইংল্যান্ডের সাবেক পেসারকে দলে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
পাওয়ার হিটিংয়ে লিটনদের প্রথম পরীক্ষা নেদারল্যান্ডস সিরিজ
৭ ঘন্টা আগে
৪৩ বছর বয়সি অ্যান্ডারসনই এসএ টোয়েন্টির নিলামের সবচেয়ে বেশি বয়সি ক্রিকেটার নন। ৪৬ বছর বয়সি সাউথ আফ্রিকার সাবেক লেগ স্পিনার ইমরান তাহির আছেন সবার উপরে। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের মধ্যে নাম দিয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও ইংল্যান্ডের জেসন রয়। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তাদের মধ্যে আছেন রহমানুল্লাহ গুরবাজ, রিস টপলি, ডেভন কনওয়ে, মাহিশ থিকশানা, শামার জোসেফ ও জেইডেন সিলস।
সাউথ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, কেশভ মহারাজের নাম উঠবে নিলামে। এ ছাড়া নিলাম থেকে কেনার সুযোগ থাকবে ডেওয়াল্ড ব্রেভিস, কিউনা মাফাকা, কুইন্টন ডি কক, অ্যানরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি এবং তাবরাইজ শামসির মতো ক্রিকেটারদের। সবমিলিয়ে ৮৪ ক্রিকেটার নিতে ৭.৪ মার্কিন ডলার খরচ করতে পারবে ৬ ফ্র্যাঞ্চাইজি।
চতুর্থ আসরের নিলামে একজন ওয়াইল্ডকার্ড খেলোয়াড় নিতে পারবে তারা। চাইলে সাউথ আফ্রিকার কিংবা বিদেশি ক্রিকেটারও নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। সেই ক্রিকেটারের পারিশ্রমিক অবশ্য স্যালারি ক্যাপে যুক্ত হবে না। চলতি বছরের ২৬ ডিসেম্বরে মাঠে গড়াবে এসএ টোয়েন্টির এবারের আসর। ২৫ জানুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে নিউল্যান্ডসে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামবে এমআই কেপ টাউন।