সাকিবের ঝড়ো ইনিংস ম্নান করে সেঞ্চুরিতে সেন্ট লুসিয়াকে জেতালেন সেইফার্ট

ছবি: হাফ সেঞ্চুরির পথে সাকিব আল হাসান

বড় লক্ষ্যে খেলতে নেমে উড়ন্ত সূচনা করে সেন্ট লুসিয়া। ২ ওভারেই তারা ৩৮ রান করে ফেলে। যদিও সেইফার্ট ও জনসন চার্লসের জুটি বড় হতে দেননি সালমান ইরশাদ। নিজের প্রথম ওভারের তৃতীয় বলেই ৯ বলে ১৭ রান করা জনসনকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন। ফলে প্রথম উইকেটের স্বাদ পায় অ্যান্টিগা।
এসএ টোয়েন্টির নিলামে থাকা ১৪ বাংলাদেশির তালিকা প্রকাশ
১ সেপ্টেম্বর ২৫
ইনিংসের চতুর্থ ওভারে প্রথম বল করতে আসেন সাকিব। সেই ওভারে সাকিবকে সুইপ করে কাভার দিয়ে দারুণ এক ছক্কাও হাঁকান সেইফার্ট। তবে ওভারের বাকি অংশে রান আঁটকে রাখেন তিনি। মোটে খরচ করেন আর ২ রান। দ্বিতীয় ওভার করতে এসে সেইফার্টের তোপের মুখে পড়েন সাকিব। প্রথম দুই বলেই ছক্কা ও চার হাঁকান সেইফার্ট। এক বল বিরতি দিয়ে আবারও চার ও ছক্কা মারেন সেইফার্ট। শেষ বলে আবার আরেকটি চার। সেই ওভারে ২৪ রান খরচা করেন সাকিব। এরপর আর বোলিংয়ের সুযোগ পাননি তিনি।
আকিব আগুস্তেকে বেশিক্ষণ থিতু হতে দেননি উসামা মীর। এই স্পিনারের বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হন তিনি। রস্টন চেজকে বিদায় করেছেন ওডেন স্মিথ। এই পেসারের বলে পুল করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দিয়ে বসেন চেজ। লাফিয়ে এক হাতে সেখানে ক্যাচ নিয়েছেন সালমান ইরশাদ।

বেঙ্গালুরুতে বেথেলের বদলি সেইফার্ট
২২ মে ২৫
এরপর টিম ডেভিডকে নিয়ে মাত্র ৪০ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন সেইফার্ট। মাত্র ৩০ রানে সাকিবের বলে জীবন পাওয়া সেইফার্ট দ্বিতীয় জীবন দারুণভাবে কাজে লাগিয়েছেন। এটি সিপিএলের ইতিহাসে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ৪০ বলেই সেঞ্চুরি আছে আন্দ্রে রাসেলের। ২০১৮ সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে জ্যামাইকা তালাহওয়াসের হয়ে এই রেকর্ড গড়েছিলেন রাসেল। এবার সেখানেই নিজের নাম লেখালেন সেইফার্ট।
ডেভিড আউট হয়েছেন জেইডেন সিলসের শিকার হয়ে। এরপর আর কোনো বিপদ হতে দেননি সেইফার্ট ও ডিলানো পটগিটার। দুজনে মিলে সেন্ট লুসিয়াকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। সেইফার্ট শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১২৫ রান করে। অ্যান্টিগার হয়ে একটি করে উইকেট নেন উসামা, সিলস, ইরশাদ ও স্মিথ।
এর আগে অ্যান্টিগাকে বড় সংগ্রহ এনে দিতে মুখ্য ভূমিকা রাখেন সাকিব ও জাঙ্গু। সাকিব এদিন ২০ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। তিনি আউট হন ২৬ বলে ৬১ রান করে। আর জাঙ্গু ৪৩ বলে ৫৬ রান করেন। এরপর ফিন অ্যালেনের অপরাজিত ১৭ বলে ৩৮ রানের ইনিংসে ২০৪ রান তুলে নেয় অ্যান্টিগা। এই ম্যাচে হারের বলে ৮ ম্যাচে অ্যান্টিগার পয়েন্ট দাঁড়িয়েছে মাত্র ৭। তারা আছে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে।