আটলান্টা ফায়ারের হয়ে সাকিবের সঙ্গে খেলবেন মাহমুদউল্লাহও

মাহমুদউল্লাহ রিয়াদ, ফেসবুকে পাওয়া ছবি
আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। যুক্তরাষ্ট্রভিত্তিক দল আটলান্টা ফায়ারের হয়ে মাঠে নামবেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। এর আগে একই দলে খেলার ঘোষণা এসেছে সাকিব আল হাসানেরও।

promotional_ad

টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে আগামী ৭ থেকে ১২ অক্টোবর, যুক্তরাষ্ট্রের রাইডালের পরমবীর ক্রিকেট কমপ্লেক্সে। আয়োজকদের তথ্য অনুযায়ী, এই প্রতিযোগিতায় ছয়টি দল অংশ নেবে। এটি যুক্তরাষ্ট্রে আয়োজিত একটি উল্লেখযোগ্য ফ্র্যাঞ্চাইজি স্টাইলের ঘরোয়া টুর্নামেন্ট।


আরো পড়ুন

বিসিবির ব্যাটিং কর্মশালায় মাহমুদউল্লাহ, মুশফিকের ‘না’

৮ সেপ্টেম্বর ২৫
মাহমুদউল্লাহ রিয়াদ (বামে) ও মুশফিকুর রহিম (ডানে)

আয়োজকরা মাহমুদউল্লাহকে 'স্টার' আখ্যা দিয়ে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক মাধ্যমে তারা লিখেছে, 'স্টারপাওয়ার আনলকড! মাহমুদউল্লাহ রিয়াদ আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে।'


promotional_ad

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন রিয়াদ। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ছাড়ার ঘোষণা দেন তিনি। এর আগে টেস্ট (২০২১) এবং টি-টোয়েন্টি (২০২৩) ফরম্যাট থেকেও সরে দাঁড়ান এই অলরাউন্ডার।


টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারে রিয়াদ খেলেছেন ১৪১টি ম্যাচ, রান করেছেন দুই হাজার ৪৪৪, গড় ২৩.৫০। বল হাতে নিয়েছেন ৪১ উইকেট। দেশের বাইরে পিএসএল, সিপিএলসহ বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা আছে তার।


এই আটলান্টা ফায়ারের হয়েই যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলার কথা রয়েছে সাকিব আল হাসানের। ফলে একই দলে খেলবেন দুই বাংলাদেশি ক্রিকেটার। বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে(সিপিএল) ব্যস্ত আছেন সাকিব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball