চুক্তিতে না থাকলেও নিউজিল্যান্ডের হয়ে খেলতে চান ফার্গুসন

ছবি: নিউজিল্যান্ডের জার্সিতে লকি ফার্গুসন

ফার্গুসন মাঠে নামার অপেক্ষায় আছেন দ্য হান্ড্রেডে। সেখানে তিনি ট্রেন্ট রকেটসের হয়ে মাঠে নামবেন। দলটির নেতৃত্বে আছেন ডেভিড উইলি। এই টুর্নামেন্ট শুরুর আগে তিনি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলাসা করেছেন।
ফকসের ‘৯ উইকেটে’ নিউজিল্যান্ডের ৩৫৯ রানের জয়
৯ আগস্ট ২৫
তিনি বলেছেন, 'আমি আসলে নিউজিল্যান্ডের হয়ে খেলা এবং বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণের মধ্যে ভারসাম্য খোঁজার চেষ্টা করছি।'
নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে এবার জায়গা হয়নি—টিম সাউদি (অবসরের কারণে), ইশ সোধি, এইজাজ প্যাটেল এবং জশ ক্লার্কসনের। অন্যদিকে কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, টিম সেইফার্ট এবং ফার্গুসনের মতো তারকা নাম সরিয়ে নিয়েছেন।

তারা বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার স্বাধীনতা পাবেন। ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম মিলনেসহ আরও অনেক নিউজিল্যান্ড তারকা পূর্ণকালীন চুক্তি থেকে সরে দাঁড়িয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগ দিচ্ছেন। এর ফলে জোর প্রশ্ন উঠছে, ক্রিকেটারদের কাছে কী আন্তর্জাতিক ক্রিকেটের গুরুত্ব কমে যাচ্ছে?
এমন পরিস্থিতির প্রেক্ষিতে ফার্গুসন বলেছেন, 'আমি মনে করি ওরা কেবল দুটি দিকের মধ্যে একটা ভারসাম্য খোঁজার চেষ্টা করছে। কিছু বোর্ড একে ভিন্নভাবে সামাল দেয়। তবে আমার দৃষ্টিকোণ থেকে আমি এখনো নিউজিল্যান্ডের হয়ে খেলতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আমি এখনো আমার দেশের হয়ে খেলাটা ভালোবাসি। এটা কেবল ভারসাম্য খোঁজার ব্যাপার, যেভাবেই হোক না কেন। এখান থেকে দেশে ফিরেই নিউজিল্যান্ডের হয়ে কিছু সিরিজ খেলব। আমাদের তিনটি সিরিজ রয়েছে দেশে।'
তিনি আরও বলেন, 'আশা করছি মাঠে নামতে পারব। দেশের কন্ডিশনে খেলাটা সবসময়ই আনন্দের। আগের মতো সেটা আর ঘনঘন হয় না, কারণ এখন প্রচুর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছি। তবে সব দিক থেকে চিন্তা করলে, বিশ্বকাপে খেলা এখনো সবার জন্য সর্বোচ্চ আকাঙ্ক্ষার জায়গা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট উপভোগ করি ঠিকই, কিন্তু নিজের দেশের হয়ে মাঠে নামাটা সত্যিই বিশেষ কিছু।'
চোটের কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন ফার্গুসন। আইপিএল খেলতে গিয়ে বাম পায়ের চোটে পড়েছিলেন তিনি। এরপর আইএল টি-টোয়েন্টি খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন এই পেসার। এর ফলে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাকে খেলতে দেখা যায়নি। এখন চোট থেকে সেরে পুরোদমে মাঠে ফেরার অপেক্ষায় ফার্গুসন।