promotional_ad

ছুরি-কাঁচির নিচে যেতে হচ্ছে আর্চারকে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইংল্যান্ড সফরের ভারত দলে সুদর্শন-নায়ার-আর্শদিপ, নেই শামি

২ ঘন্টা আগে
করুন নায়ার (বামে) ও সাই সুদর্শন (ডানে), ফাইল ফটো

ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন জোফরা আর্চার। কনুইয়ের ইনজুরির কারণেই ভারত সফরের শুরুতে চার ম্যাচ টেস্ট সিরিজের দুটি মিস করেছিলেন সাসেক্সের এই পেসার। এবার তাঁকে ছুরি-কাঁচির নিচে যেতে হচ্ছে।


আগামী সপ্তাহেই তাঁর ডান হাতে অস্ত্রোপচার করাতে হচ্ছে। সেই সঙ্গে তাঁর কনুইয়ে নিতে হবে আরও একটি ইঞ্জেকশন। এই চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন টুর্নামেন্টে তাঁর অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।


promotional_ad

অস্ত্রোপচারের পরই পরবর্তী পদক্ষেপ নেবেন এই পেসার। আইপিএলের দল রাজস্থান রয়্যালসের পেস বোলিং ইউনিটের অন্যতম সেরা ভরসার নাম আর্চার। তাঁর ইনজুরির কারণে দলটির টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাজ পড়েছে। তারা আর্চারকে ছাড়াই এই মৌসুমের পরিকল্পনা সাজাচ্ছে।


ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, গত জানুয়ারিতে অসাবধানতাবসত হাত কেটে গিয়েছিল আর্চারের। এরই মধ্যে তাঁকে চিকিৎসক অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। এই চোটের ফলেই ভারত সফরের মাঝ পথে ইংল্যান্ডে ফিরতে হয়েছে তাঁকে। সেখানে ফিরেই তাঁর একটি স্ক্যান করানো হয়েছে।


ইসিবি এক বিবৃতিতে বলেছে, 'আর্চার গত জানুয়ারিতে ভারত সফরের আগে ঘর পরিস্কার করতে গিয়ে হাত কেটে ফেলেছিলেন। ইসিবির মেডিকেল স্টাফদের তত্ত্বাবধানে সেরে উঠেছিলেন এবং এর ফলে তাঁকে খেলা নিয়ে কোনো সমস্যা হয়নি।'


'যুক্তরাজ্যে ফিরে আসার পর তাঁকে আরও ভালোভাবে পরখ করা হয়েছে এবং বিশেষজ্ঞের মতামত চাওয়া হয়েছিল। দীর্ঘমেয়াদের কথা চিন্তা করে ইসিবির মেডিকেল প্যানেল তাঁর অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছে।'


২০২০ সাল থেকেই ডান হাতের চোট নিয়ে ভুগছেন আর্চার। এর ফলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও তাঁকে দেখা যায়নি। এই চোটের কারণে আর্চারের ফিটনেস নিয়েও উদ্বিগ্ন ইসিবি। এ বছরের শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অ্যাশেজ সিরিজে আর্চারকে ফিট পেতে সব ধরনের চেষ্টাই করে যাচ্ছে ইংলিশ ক্রিকেট বোর্ড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball