১০ ফিল্ডার বাইরে থাকলেও আমাকে মারতেই হতো: হার্দিক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হার্দিকের ২৪ লাখ রুপি জরিমানা, শাস্তি পেলেন নেহরাও
৭ মে ২৫
মন্থর ওভার রেটের কারণে শেষ তিন ওভারে ৩০ গজের বাইরে চারজনের বেশি ফিল্ডার রাখতে পারেনি পাকিস্তান। অনেকে মনে করেন, সেই কারণে বদলে গেছে ম্যাচের প্রেক্ষাপট। যদিও এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন হার্দিক পান্ডিয়া। সীমানায় ১০ ফিল্ডার থাকলেও একই শট খেলতেন বলে জানান ভারতের এই অলরাউন্ডার।
শেষ ১৮ বলে ৩২ রানের প্রয়োজন ছিল ভারতের। উইকেটে ছিলেন রবীন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়া। ১৮তম ওভারের শেষেই জানা যায় নির্ধারিত সময়ের মধ্যে পাকিস্তান ম্যাচ শেষ করতে পারেনি। তারা পিছিয়ে ছিল দুই ওভারে।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন নিয়ম অনুযায়ী ম্যাচের মধ্যে স্লো ওভার রেটের শাস্তি পেয়েছে পাকিস্তান। শেষ দুই ওভারে ৩০ গজের মধ্যে বাড়তি একজন ফিল্ডার নিয়ে খেলতে হয়েছে তাদের। ফলে সার্কেলের বাইরে ছিলেন মাত্র ৪ ফিল্ডার।
ইংল্যান্ড সফরের ভারত দলে সুদর্শন-নায়ার-আর্শদিপ, নেই শামি
১২ ঘন্টা আগে
এই সুযোগটাই কাজে লাগিয়েছেন হার্দিক। ১৯তম ওভারে হারিস রউফের ওপর চড়াও হয়েছিলেন হার্দিক। সেই ওভারে তিনটি চার মেরে ম্যাচের লাগাম অনেকটাই নিজের হাতে নিয়ে নেন তিনি। এর মধ্যে ওভারের তৃতীয় বলে এক্সট্রা কভার দিয়ে চার মারেন হার্দিক।
বাবর আজম বলের পেছনে ছুটলেও বলের নাগাল পাননি। পরের বলেই লং অন দিয়ে আরেকটি চার মারেন তিনি। এক বল পর হারিসের ১৪৬ কিলোমিটার গতির বল ডিপ মিড উইকেট দিয়ে উড়িয়ে চার মারেন। শেষ ওভারের প্রথম ফলে জাদেজা নাওয়াজের শিকার হলেও ভারতকে জয় এনে দিয়ে মাঠ ছেড়েছেন হার্দিক।
জাদেজার সঙ্গে আলাপচারিতায় ফিল্ডার কম-বেশি নিয়ে কথা বলতে গিয়ে হার্দিক বলেন, ‘(শেষ ওভারে) ৭ রান খুব বড় কিছু মনে হয়নি আমার কাছে। কাল বাঁহাতি স্পিনার ছিল বোলিংয়ে । ৫ ফিল্ডার ভেতরে থাকার কোনো প্রভাব পড়েনি। কারণ ৫ ফিল্ডার কেন, ১০ ফিল্ডার বাইরে থাকলেও আমাকে মারতেই হতো। আমার তাই ওটায় কিছু যায়-আসেনি।’
ম্যাচ চলাকালীন কখনও চাপ অনুভব করেছিলেন কিনা এমন প্রশ্নের জবাব হার্দিক বলেন, ‘পুরো ইনিংসে একবারই আমি বিচলিত হয়েছি, আপনি আউট হওয়ার পর। তবে মাথায় কোনো চাপ সত্যি বলতে আসেনি। কারণ আমার মতে, চাপ বেশি ছিল বোলারের। অপেক্ষায় ছিলাম যে সে একটা ভুল করবে। ফিল্ডিং সে যেভাবে সাজিয়েছিল, তাতে আমার জানতাম যে সে ‘ব্যাক অব লেংথ’ বল করবে। প্রস্তুত ছিলাম তাই।’