‘ব্যবসা নয়, দেশভক্তি আগে’, এশিয়া কাপে পাকিস্তানকে চান না শ্রীশান্ত

শেষবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের টস, ফাইল ফটো
এশিয়া কাপ কোন সময়ে আয়োজিত হবে সেই প্রশ্ন উঠেছিল সাম্প্রতিক সময়ে। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রধান মহসিন নাকভি শনিবার নিশ্চিত করেছেন এই প্রতিযোগিতা শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর। সম্ভাবনা রয়েছে এশিয়া কাপে তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান।

promotional_ad

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আপত্তি তুলেছেন ভারতের সাবেক পেসার শান্তাকুমারন শ্রীশান্ত। তার মতে, পাকিস্তানের সঙ্গে খেলায় অংশ না নেয়াই উচিত ভারতের। দেশভক্তির কথা উল্লেখ করে তিনি বিসিসিআইকে আহ্বান জানিয়েছেন ম্যাচ বাতিলের।


আরো পড়ুন

রেকর্ড নিয়ে আমার কোনো চিন্তা নেই: রুট

২ ঘন্টা আগে
জো রুটের সামনে এখন কেবলই শচিন টেন্ডুলকার, ফাইল ফটো

শ্রীশান্ত বলেন, 'আমি ক্রিকেট ভালোবাসি। কিন্তু দেশ সবার আগে। ভারতের কাউকে কিছু প্রমাণ করার নেই। আমার ব্যক্তিগত মত, পাকিস্তানকে খেলতে দেয়াই উচিত নয়। আমাদেরও উচিত পাকিস্তানের সঙ্গে না খেলা। দেশভক্তি সবার আগে। দুটো দেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি রয়েছে। পাকিস্তানের সেটা বোঝা উচিত।'


promotional_ad

'ভারত-পাকিস্তান ম্যাচকে হয়তো অনেকে অনেক ভাবে দেখে। তবে এবার ব্যবসা নয়, আগে দেশকে নিয়ে ভাবুন। এখন মানুষকে আনন্দ দেওয়ার সময় নয়। সবার আগে দেশের কথা ভাবা উচিত।'


এবারের এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং আবুধাবিতে। আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। ভারত ও পাকিস্তান থাকবে একই গ্রুপে। গ্রুপ পর্ব, সুপার ফোর এবং ফাইনাল মিলিয়ে তিনবার দেখা হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।


মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টে। ভারত-পাকিস্তান গ্রুপ ম্যাচ হবে ১৪ সেপ্টেম্বর। উভয় দল যদি সুপার ফোরে উঠে যায়, তাহলে ২১ সেপ্টেম্বর ফের মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। সুপার ফোরের বাধা পেরিয়ে ফাইনালে উঠলে দুই দল মুখোমুখি হবে ২৮ সেপ্টেম্বর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball