আরেকটি সেঞ্চুরিতে ব্র্যাডম্যান-কোহলি-স্মিথকে ছাড়িয়ে গেলেন গিল

ছবি: ইংল্যান্ড সফরে ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিচ্ছেন শুভমান গিল

২০০৭ সাল থেকে এখন পর্যন্ত ২৭৫টি ৯০ কিংবা তাঁর চেয়ে বেশি রানের ইনিংস খেলেছেন ভারতীয় ব্যাটাররা। গিলের চেয়ে বেশি বল খেলা ইনিংস আছে তিনটি। ২০১৩ সালে ডারবানে সাউথ আফ্রিকার বিপক্ষে ৪৮ খেলেছিলেন মুরালি বিজয়। পরের বছর ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষেও সমান ৪৮ বল খেলেছিলেন তিনি। ২০১০ সালে মহেন্দ্র সিং ধোনি নাগপুরে খেলেছিলেন ৪১ বল। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ৯৮ রানে আউট হয়েছিলেন ধোনি।
আক্ষেপ আর গর্বের অদ্ভুত অনুভূতি টের পাচ্ছেন গিল
১৫ জুলাই ২৫
এদিকে ক্রিক ওকসের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে পয়েন্টে ঠেলে দিয়ে ২২৮ বলে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজে চতুর্থ সেঞ্চুরি তুলে নিলেন গিল। আরেকটি সেঞ্চুরিতে কোনো রেকর্ডে স্যার ডন ব্র্যাডম্যানের পাশে বসলেন আর কোনো রেকর্ডে ব্র্যাডম্যান, বিরাট কোহলি, স্টিভ স্মিথের মতো ক্রিকেটারদের ছাড়িয়ে গেলেন। সকালের শুরুতেই প্রথম ব্যাটার হিসেবে চলতি সিরিজে ৭০০ রান ছাড়িয়ে যান গিল।

ভারতের হয়ে এক সিরিজে ৭০০—এর বেশি রানের কীর্তি আছে সুনীল গাভাস্কার ও ইয়াশভি জয়সাওয়ালের। যেখানে গাভাস্কার এমন কীর্তি গড়েছেন দুবার। একটু পর ২২৮ বলে সেঞ্চুরি তুলে নেন গিল। প্রথম অধিনায়ক হিসেবে নিজের অভিষেক সিরিজে চারটি সেঞ্চুরি করেছেন তিনি। পেছনে ফেলেছেন ওয়ারউইক আর্মস্ট্রং, ব্র্যাডম্যান, গ্রেগ চ্যাপেল, কোহলি ও স্মিথকে। তাদের সবারই তিনটি করে সেঞ্চুরি আছে।
রেকর্ড নিয়ে আমার কোনো চিন্তা নেই: রুট
৭ ঘন্টা আগে
অধিনায়ক হিসেবে কোনো একটি সিরিজে চারটি সেঞ্চুরি করার কীর্তিতে অবশ্য গিলের পাশে আছেন ব্র্যাডম্যান ও গাভাস্কার। ১৯৪৭-৪৮ মৌসুমে ঘরের মাঠে ভারতের বিপক্ষে চারটি সেঞ্চুরি করেছিলেন ব্র্যাডম্যান। ভারতের গাভাস্কার সমান সেঞ্চুরি করেছিলেন ১৯৭৮-৭৯ মৌসুমে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এক সিরিজে ভারতের হয়ে গিলের আগে চারটি করে সেঞ্চুরির কীর্তি গড়েছেন গাভাস্কার ও কোহলি।
১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এবং ১৯৭৮-৭৯ মৌসুমে ঘরের মাঠেও চারটি সেঞ্চুরি করেছিলেন গাভাস্কার। ২০১৪-১৫ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে সমান সেঞ্চুরি পেয়েছিলেন। তাদের দুজনকেই অবশ্য ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে গিলের সামনে। কারণ অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে এখনো একটি ম্যাচ বাকি রয়েছে।
ব্র্যাডম্যানকে আরও একটি জায়গায় ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে গিলের। চলতি ইংল্যান্ড সফরে অধিনায়ক হিসেবে নিজের অভিষেক সিরিজে এখন পর্যন্ত ৭২২ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। ভারতের অধিনায়কের উপরে আছেন কেবল ব্র্যাডম্যানও। ১৯৩৬-৩৭ মৌসুমে অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজেই ইংল্যান্ডের বিপক্ষে ৮১০ রান করেছিলেন তিনি। ওভালে দুই ইনিংস মিলে ৮৯ রান করতে পারলেই ব্র্যাডম্যানকে ছাড়িয়ে যেতে পারবেন গিল।