ব্রেভিসকে আরও সময় দেয়ার পক্ষে বাভুমা

ছবি: সেঞ্চুরির পর ডেওয়াল্ড ব্রেভিস

যদিও সিরিজের শেষ ম্যাচে রেকর্ড ব্যবধানে হারের মুখ দেখেছে তারা। দলের পারফরম্যান্সে মোটেই খুশি নন বাভুমা। সাউথ আফ্রিকার বর্তমান দলটিতে আছেন এক ঝাঁক তরুণ ক্রিকেটার। এখনও পর্যন্ত দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে বলে খোলাসা করেছেন তিনি।
৮০ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা র্যাঙ্কিংয়ে ব্রেভিস
১৩ আগস্ট ২৫
অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে হারের পর বাভুমা বলেছেন, 'আপনি দলে নতুন মুখ দেখছেন, আর সেটাই আসলে আমাদের পরীক্ষা নিরীক্ষার অংশ। আমরা বুঝে নিতে চাই, ছেলেরা দলে কোন কোন ভূমিকা পালন করতে পারে এবং তারা কোন পর্যায়ে আছে। আমাদের হাতে সময় আছে। এখনো দুই বছর বাকি, আর আমরা নিশ্চিতভাবেই এখনো সেই জায়গায় পৌঁছাইনি যেখানে দল হিসেবে যেতে চাই।'
যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে সিরিজ দুজন ক্রিকেটারের অভিষেক হয়েছে। তারা হলেন ডেওয়াল্ড ব্রেভিস এবং প্রেনেলান সুব্রায়েন। সাউথ আফ্রিকা ওপেনিং জুটি নিয়েও পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে এইডেন মার্করাম ও রায়ান রিকেলটনকে দিয়ে ইনিংস শুরু করা হয়েছে। তিন খেলছেন অধিনায়ক বাভুমা।

শিরোপা জেতানো বাভুমা-রাবাদা-মার্করামদের ছাড়াই সাউথ আফ্রিকার টেস্ট দল
২০ জুন ২৫
মাঝের চার ব্যাটারকে ভিন্ন তিনটি ভূমিকায় দেখা গেছে এবং অলরাউন্ডার ও বিশেষজ্ঞ বোলারদের নিয়ে নানা রকম সমন্বয় করা হয়েছে। তাদের পারফরম্যান্সেও উত্থান পতন হচ্ছে। এক ম্যাচে মার্করাম ও রিকেলটন জুটি ৯২ রান যোগ করেছিল। বাকি দুই ম্যাচে যদিও তারা ব্যর্থ হয়েছে।
দুজনই অফস্টাম্পের বাইরে বল খেলতে হিমশিম খাচ্ছেন। বাভুমা তিন ম্যাচের দুটিতে খেলেছেন, একটি হাফ সেঞ্চুরি পেলেও তার স্ট্রাইক রেট ৯০-এর নিচে, যা চিন্তার কারণ হতে পারে। মিডল অর্ডারে ম্যাথু ব্রিটজকে আলো ছড়িয়েছেন। দুই ম্যাচে করেছেন হাফ সেঞ্চুরি। শেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে খেলতে পারেননি তিনি।
টনি ডি জর্জি বেশ স্বাচ্ছন্দ্যে খেলছেন। তবে প্রোটিয়ারা সবচেয়ে বেশি নির্ভার ব্রেভিসকে নিয়ে। তাকেই ভবিষ্যৎ তারকা ধরা হচ্ছে দলটির। বাভুমাও তাকে নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। প্রোটিয়া অধিনায়কের বিশ্বাস যত সময় দেয়া যাবে ততই পরিণত হবেন ব্রেভিস। দর্শকরা যেমন এই ব্যাটারের খেলা উপভোগ করছেন, তেমন উপভোগ করছেন প্রোটিয়া ক্রিকেটাররাও।
বাভুমা বলেছেন, 'তার (ব্রেভিসের) খেলা দেখাটা সতেজ অনুভূতি দেয়। কিছুতেই বিচলিত হয় না সে। আরও একটা সতেজ ব্যাপার হলো, আউট হওয়ার পর ওর প্রতিক্রিয়া। তার ভাবনা থাকে, বলটা আরও জোরে মারা উচিত ছিল। হয়তো অভিজ্ঞ ব্যাটাররা ভাবত, সিদ্ধান্তটা ঠিক হলো কি না। কিন্তু ওর মধ্যে তারুণ্যের উচ্ছ্বাস আছে। যত বেশি খেলবে, ততই ব্যাটসম্যানসুলভ ধৈর্য আসবে তার খেলায়, বিশেষ করে দীর্ঘ পরিসরের ফরম্যাটে। আপাতত এটা দর্শকদের জন্য যেমন বিনোদনমূলক, আমাদের দলের ভেতরেও তেমনি।'