পুরুষদের চেয়ে নারী বিশ্বকাপে বেশি অর্থ পুরষ্কারের ঘোষণা আইসিসির

বাংলাদেশ নারী দল, ফাইল ফটো
২০২৫ সালের নারী ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার বা ৫৪ কোটি টাকা- যা পুরুষদের ২০২৩ সালের বিশ্বকাপ বিজয়ীদের পুরস্কার থেকেও বেশি। এমনটা ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

promotional_ad

এই টুর্নামেন্টে মোট পুরস্কার ১৩.৮৮ মিলিয়ন ডলার বা ১৬৮ কোটি ৩৭ লাখ টাকা, যা ২০২২ সালের (৩.৫ মিলিয়ন ডলার) তুলনায় প্রায় ২৯৭ শতাংশ বেশি। পুরুষদের ২০২৩ বিশ্বকাপের মোট পুরস্কার পুল ছিল ১০ মিলিয়ন ডলার বা ১২১ কোটি টাকা।


আরো পড়ুন

নিউজিল্যান্ড ক্রিকেটের বড় দায়িত্বে ম্যাকমিলান

১৪ ঘন্টা আগে
নিউজিল্যান্ডের অনুশীলনে ম্যাকমিলান

চ্যাম্পিয়নদের জন্য বরাদ্দ ৪.৪৮ মিলিয়ন ডলার যা ২০২২ সালে অস্ট্রেলিয়ার জয়ীদের ১.৩২ মিলিয়ন ডলার থেকে ২৩৯ শতাংশ বেশি। এই তুলনায় পুরুষদের বিশ্বকাপজয়ীরা পেয়েছিলেন ৪ মিলিয়ন ডলার।


promotional_ad

রানার্স-আপদের জন্য বরাদ্দ ২.২৪ মিলিয়ন ডলার বা ২৭ কোটি টাকা, আর সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দল পাবেন ১.১২ মিলিয়ন ডলার করে। সব পরিসংখ্যানই আগের আসরের তুলনায় প্রায় ২.৫ গুণ বেশি।


আরো পড়ুন

কথা রাখলেন না লিটনরা

১৪ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

গ্রুপ পর্বের প্রতিটি জয়ের জন্য দলগুলো পাবে ৩৪,৩১৪ ডলার করে। গ্রুপে পঞ্চম ও ষষ্ঠ হওয়া দলগুলো পাবে ৭০০,০০০ ডলার করে, আর সপ্তম ও অষ্টম স্থানের দল পাবে ২৮০,০০০ ডলার করে। অংশগ্রহণকারী প্রতিটি দল অন্তত ২৫০,০০০ ডলার পাবে।


আইসিসির চেয়ারম্যান জয় শাহ বলেছেন, এই পদক্ষেপ নারী ক্রিকেটে বিনিয়োগের একটি বড় ইঙ্গিত। তার ভাষায়, 'এই পুরস্কার কাঠামো দেখায় যে, নারী ক্রিকেটাররা যদি পেশাদারভাবে খেলতে চান, তাহলে তারা পুরুষদের সমান মর্যাদা ও আর্থিক সুযোগ পাবেন।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball