পথ হারা তরুনদের পথ দেখালেন একজন স্বপ্নবাজ

promotional_ad

২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল... সবই এসেছে এক মাশরাফির অধিনায়কত্বে। এক লাফে নয়, ধীরে ধীরে উন্নতি ধারা ধরে রাখেই বড় হচ্ছে বাংলাদেশের ক্রিকেট। আর পেছনের কারিগর ওই স্বপ্নবাজ মাশরাফি। 


যিনি কিনা ২০১৭ সালে বসেই স্বপ্ন দেখছেন ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপ নিয়ে। স্বপ্ন দেখাচ্ছেন তরুন ক্রিকেটারদেরও। পথ বাতলে দিচ্ছেন চোখে আঙ্গুল দিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহর বই থেকে শিক্ষা থেকে নিতে বলছেন অধিনায়ক।


স্কিল নয়, মানসিকতার ক্ষেত্রে সৌম্য-সাব্বির-তাসকিনদের সিনিয়রদের সমকক্ষ হতে বলছেন মাশরাফি। তবেই বিশ্বকাপে সাফল্য আশা করতে পারে বাংলাদেশ। 'অধিনায়ক হিসেবে আমি অবশ্যই বলব না যে এটা আমাদের দ্বারা সম্ভব নয়।


promotional_ad

বাস্তব কথা হচ্ছে, আমাদের এখন যেই তরুন ক্রিকেটাররা আছে তাদের সাকিব, তামিম, মুশফিকদের লেভেলে আসতে হবে। খেলার দিক থেকে নয়, মানসিকতার দিক থেকে। এটা অনেক গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্রিকেটে সামর্থ্য সবার থাকে, মানসিকতাই মূলত পার্থক্য গড়ে দেয়। মানসিকতার কারনেই কারো সামর্থ্য উপরে চলে যায়, কারো একই জায়গায় স্থির থাকে।,' একাত্তর টিভিকে বলেছেন মাশরাফি।


২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়া। নক আউট পর্বে যে কোন দলই জয়ী হতে পারে। তবে কাজটা সহজ নয়, সেটা জানা মাশরাফির। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিজ্ঞতা সৌম্য-সাব্বিরদের সহায়তা করবে বলে বিশ্বাস মাশরাফির।


'যেই লেভেলে আমরা শেষ বিশ্বকাপে খেলেছি সেটা ধরা রাখাই প্রাথমিক লক্ষ্য হয় উচিত। তারপর আরেকটু উঁচুতে পৌছাতে পারলে ভালো হবে কিন্তু কাজটা সহজ হবে না। তবে একটা ইতিবাচক দিক আছে, চ্যাম্পিয়ন্স ট্রফি ইংল্যান্ডে হওয়াতে আমাদের তরুন ক্রিকেটারদের মানসিকতায় অনেক পরিবর্তন আসবে। তারা জানে যে ইংল্যান্ডের উইকেটে কিভাবে পারফর্ম করতে হয়। মানিয়ে নেয়াটা ওদের জন্য সহজ হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball