লঙ্কান কোচ-অধিনায়কের ভাবনায় সাকিব

promotional_ad

কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ২ ম্যাচের টেস্ট সিরিজ। সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইনজুরিতে পড়ে লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।


পুরো সিরিজ থেকেই ছিটকে যাওয়ার শঙ্কা রয়েছে। বাংলাদেশ দলের ব্যস্ত সূচি সামনে রেখে পুরোপুরি ফিট সাকিবকে পেতে শেষ টেস্টেও তাঁকে বিশ্রামে দিতে পারে টাইগার টিম ম্যানেজমেন্ট।


তবে, টেস্ট সিরিজ শুরুর আগে তা নিয়ে ভাবতে চাননা লঙ্কান অধিনায়ক দীনেশ চান্দিমাল। তিনি ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছেন দল হিসেবে এই বিষয়ে না ভেবে আসন্ন সিরিজে মনোযোগ দিতে চান তিনি।


promotional_ad

"সে সত্যিই একজন ভালো খেলোয়াড়। দুর্ভাগ্যবশত সে শেষ খেলায় ইনজুরি আক্রান্ত হয়েছে। আমরা এটি একটি দলের হিসাবে চিন্তা করতে চাই না। আমরা আসন্ন সিরিজের জন্য উন্মুখ হয়ে আছি।"


এদিকে, লঙ্কান কোচ চান্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, সাকিব না থাকায় বাংলাদেশ দল একটু সমস্যার সম্মুখীন হবে। আর তাই ভারসাম্য আনতে দলে বেশ কয়েকজন স্পিনারকে ডাকা হয়েছে বলে মনে করেন তিনি।


"দুর্ভাগ্যক্রমে সাকিব নেই। এটা তাদের জন্য একটি সামান্য অসুবিধা। সম্ভবত এটি তাদের সমস্যার সম্মুখীন করবে। আমি মনে করি সেজন্যই তারা কিছু স্পিনারকে দলটাকে ভারসাম্য পূর্ণ করছে।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball