পক্ষপাতিত্বের অভিযোগের জবাব দিলেন গাঙ্গুলি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাবেক ভারতীয় কাপ্তান সৌরভ গাঙ্গুলি তাঁর বিরুদ্ধে আনা পক্ষপাতিত্বের অভিযোগ গায়ে মাখছেন না। ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) প্রধান সৌরভ গাঙ্গুলি বর্তমানে আইপিএল ফ্র্যাঞ্জাইজি দিল্লি ক্যাপিটালসের পরামর্শকের দায়িত্ব পালন করছেন। একই ব্যক্তি দুই দায়িত্ব পালন করায় গাঙ্গুলির বিপক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ উঠে।
গাঙ্গুলির দিল্লি ক্যাপিটাল এবং কলকাতা ভিত্তিক ফ্র্যাঞ্জাইজি কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ নিয়েই বিতর্কের জন্ম হয়। কলকাতার উইকেট ও কন্ডিশন সম্পর্কে গাঙ্গুলির চেয়ে ভালো ধারনা অন্য কেউ রাখার কথা না। তাই সিএবির স্থানীয় কর্তারা বিসিসিআই এর কাছে গাঙ্গুলির বিরুদ্ধে অভিযোগ তোলে।

বিসিসিআই গাঙ্গুলির কাছে অভিযোগের ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছিল। জবাবে গাঙ্গুলি বলেছেন,
‘এই মুহূর্তে আমি বিসিসিআই এর কোনো পদে নেই। আমি অ্যাপেক্স কাউন্সিল বা ক্রিকেট কমিটির সদস্য নই। আমি অবকাঠামোগত কোনো পদের সাথেও সম্পৃক্ত নই। অথবা আইপিএল পরিচালনা করছে, এমন কোনো পদেও নেই আমি। আমি এর আগে বিসিসিআই এর টেকনিক্যাল কমিটিতে ছিলাম, যা আইপিএল গভর্নিং কমিটির সাথে সম্পৃক্ত। আমি সেই কমিটি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছি।‘
সিএবির প্রধান হিসেবে কলকাতা নাইট রাইডার্সের সাথে কোন সম্পর্ক নেই গাঙ্গুলির। বিষয় পরিস্কার করে তিনি বলেছেন,
‘কলকাতা ফ্র্যাঞ্জাইজি রেড চিলিস এন্টারটেইনমেন্টের ফ্র্যাঞ্জাইজি, যার সাথে আমার কোন যোগসাজশ নেই। সিএসবির সাথে কেকেআরের কোনো সম্পর্ক নেই। সিএবি কেকেআর নিয়ন্ত্রণ, মালিকানা, ব্যবস্থাপনার সাথে জড়িত নয়।‘