প্রতিশোধ নিতে প্রস্তুত কলকাতা?

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে প্রথম লেগের দেখায় সুপার ওভারে গড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি। এখন পর্যন্ত এবারের আইপিএলে একমাত্র সুপার ওভারে যাওয়া ম্যাচ ছিল সেটি।
এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাঠ মাতানো দুই দল দ্বিতীয় লেগে আজ আবারও মুখোমুখি হতে যাচ্ছে। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি। ঘরের মাঠে প্রথম দেখায় রাবাদার দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ জিতেছিল দিল্লি।
বিধ্বংসী আন্দ্রে রাসেলকে সুপার ওভারে বোল্ড করে দলের জয় সহজ করে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান এই পেসার। এবার ইডেন গার্ডেন্সে নিজেদের মাঠে স্বভাবতই প্রতিশোধ নিতে চাইবে কলকাতা।
যদিও শেষ ম্যাচে পরাজিত হয়ে আত্মবিশ্বাসে কিছুটা কমতি রয়েছে কলকাতার। দুর্দান্ত ফর্মে থাকা দলটি চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পরাজিত হয়েছিল সাত উইকেটের বিশাল ব্যবধানে। দলের টপ অর্ডার এবং মিডেল অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হাতে ফিরেছেন চেন্নাইয়ের বিপক্ষে।

তবে কলকাতার স্বস্তি আন্দ্রে রাসেলের ফর্ম। উইন্ডিজ এই অলরাউন্ডার হয়েছেন ফর্মের চূড়ায়। ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের ত্রাস রাসেলের এবারের আইপিএলে স্ট্রাইক রেট আড়াইশ ছাড়ানো।
বিধ্বংসী ব্যাটসম্যান কিংবা দলের বিপর্যয়ে উইকেটে জমে খেলা দুই ভূমিকাতেই রাসেলকে পেয়েছে কলকাতা। ব্যাট হাতে ফর্মে আছেন সুনিল নারিন এবং ক্রিস লিনও। কিন্তু প্রথম দিকে রান পেলেও তরুণ ব্যাটসম্যান নিতিশ রানা শেষ কয়েকটি ম্যাচে বারবারই হচ্ছেন ব্যর্থ। অধিনায়ক দীনেশ কার্তিকের ফর্মও ভাবাচ্ছে কলকাতাকে।
বোলিং বিভাগে কুলদিপ যাদব, পীযুষ চাওলারা বল হাতে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে প্রস্তুত। ইংল্যান্ডের পেসার হ্যারি গুর্নিকে দলে ভিড়িয়েছে কলকাতা, যিনি কিনা ইতিমধ্যে বল হাতে নিজের সামর্থ্য দেখিয়েছেন। তরুণ পেসার প্রাসিধ কৃষ্ণাও রয়েছেন ফর্মে।
দিল্লি দলে রয়েছে অভিজ্ঞ এবং তরুণ ক্রিকেটারের মিশেল। যদিও ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারছেন না বাঁহাতি ওপেনার শেখর ধাওয়ান। শেষ ম্যাচে কলিন ইনগ্রাম, শ্রেয়াস আইয়ার, পৃথ্বী শ এর ব্যাটে ভর করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়েছিল দিল্লি।
তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে ষষ্ঠ অবস্থানে আছে তারা, কলকাতার অবস্থান দ্বিতীয়তে। শেষ জিতে দিল্লির ক্রিকেটাররা বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। এছাড়া বল হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন দলের বোলাররাও।
কাগিসো রাবাদা, সন্দীপ লামিচানে এবং অমিত মিশ্রারা দলের জয়ে রাখছেন বড় অবদান। কিন্তু ফর্মে থাকা পেসার হার্শাল পেটেল ইনজুরির কারণে ছিটকে পড়েছেন আইপিএলের এবারের আসর থেকে।
ব্যাটে বলে দারুণ লড়াই অপেক্ষা করছে ইডেন গার্ডেন্সের দর্শকদের জন্য। গত ম্যাচের প্রতিশোধ নিতে চাইবে কলকাতা, চাইবে জয়ের ধারায় ফিরতে। দিল্লিরও সুযোগ রয়েছে জয়ের ধারা বজায় রেখে পয়েন্ট টেবিলে তিনে উঠে আসার।
কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশঃ দীনেশ কার্তিক (অধিনায়ক, উইকেটরক্ষক), সুনিল নারিন, ক্রিস লিন, রবিন উথাপ্পা, নিতিশ রানা, শুভমান গিল, আন্দ্রে রাসেল, পীযুষ চাওলা, কুলদিপ যাদব, হ্যারি গুর্নি, প্রাসিধ কৃষ্ণা।
দিল্লি ক্যাপিটালস সম্ভাব্য একাদশঃ শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), শেখর ধাওয়ান, পৃথ্বী শ, রিশভ পান্ত, কলিন ইনগ্রাম, ক্রিস মরিস, রাহুল তিওয়াটিয়া, অক্ষর পেটেল, কাগিসো রাবাদা, ইশান্ত শর্মা/ অমিত মিশ্রা, সন্দীপ লামিচানে/ ট্রেন্ট বোল্ট।