এলিট প্যানেলের জায়গা হারাচ্ছেন ভারতীয় আম্পায়ার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতীয় আম্পায়ার সুন্দারাম রবিকে আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেল থেকে সরিয়ে দেয়া হবে। যদিও এখনও এ বিষয়ে কোন আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি আইসিসি।
এপ্রিলের ২৪ তারিখ অনুষ্ঠিত আইসিসির আম্পায়ার্স কমিটির মিটিংয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। কিন্তু রবিকে আসন্ন বিশ্বকাপের জন্য নির্বাচিত ১৬ আম্পায়ারের একজন হিসেবে বাছাই করেছে আইসিসি। বিশ্বকাপের পর নতুন প্যানেল ঘোষিত হলে বাদ পড়বেন তিনি।

আম্পায়ার রবি সহ বেশ কয়েকজনের কাজের ওপর রিপোর্ট বানিয়েছে আইসিসি। সেখানে রবির অবস্থান সবার নিচে বলে আইসিসির এক অফিসিয়ালের মাধ্যমে জানা যায়।
'উচ্চ পর্যায়ের খেলার প্রতিযোগিতা এবং চাপে মধ্যে দ্য এলিট প্যানেলে টিকে থাকা অনেক কঠিন। গত দুই বছর ধরে বানানো ১২ জন এলিট পর্যায়ের আম্পায়ারের রিপোর্ট কার্ডে রবির স্থান সবার নিচে,' বলেছেন এক অফিসিয়াল।
২০১৫ সালের জুনে এলিট প্যানেলে নিজের নাম লেখাতে সক্ষম হন রবি। ২০০৪ সালে এস ভেনকাট্রাঘাওয়ানের অবসরের ১১ বছর পর আইসিসির এলিট প্যানেলে যোগ দিয়েছিলেন কোন ভারতীয় আম্পায়ার।
গত বছর ভারতীয় আম্পায়ার সি শামসুদ্দিনকে আইসিসির ইমার্জিং প্যানেল থেকে বাদ দেয়া হয়েছিল। এবার আইসিসি ইমার্জিং প্যানেলই বাদ দেয়ার পরিকল্পনা করছে বলে জানা গেছে।