জয়ের বিকল্প নেই রাজস্থানের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্লে-অফের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে রাজস্থান রয়্যালস। ১১ পয়েন্ট নিয়ে টেবিলে ষষ্ঠ অবস্থানে থাকা রাজস্থানের জন্য নক আউট ম্যাচ এটি। তবে জয় পেলেও বাকি দলগুলোর ফলাফলের দিকে চেয়ে থাকতে হবে রাজস্থানকে।
ইতিমধ্যে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে দিল্লি ক্যাপিটালস। ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় অবস্থানে আছে দলটি। কিন্তু ম্যাচটি জিতে দুই পয়েন্ট নিয়ে টেবিলে নিজেদের জায়গা সেরা দুইয়ে রাখতে মরিয়া থাকবে শ্রেয়াস আইয়ারের দল। বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায় দিল্লির মাঠে মুখোমুখি হবে দুই দল।
শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে বৃষ্টির কারণে ম্যাচ পন্ড হয়ে যায় রাজস্থানের। যদিও মাঠে খেলা গড়ায় মাত্র ৫ ওভারের জন্য। আগে ব্যাটিং করে ৫ ওভারে ৬২ রান সংগ্রহ করে ব্যাঙ্গালুরু।

জবাবে ভালো অবস্থানে ছিল রাজস্থান, কিন্তু বৃষ্টি বাধায় শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে খুশি থাকতে হয়েছে দুই দলকে। যে কারণে প্লে-অফের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে রাজস্থানের।
এদিকে শেষ ম্যাচে চেন্নাইয়ের মাঠে সুপার কিংসদের বিপক্ষে পরাজিত হয়েছিল দিল্লি। ব্যাটিং ব্যর্থতায় ৯৯ রানে অলআউট হয়ে চেন্নাইকে ৮০ রানের জয় উপহার দিয়েছিল টুর্নামেন্ট জুড়ে দারুণ ফর্মে থাকা দলটি।
অধিনায়ক স্টিভ স্মিথের অবর্তমানে এই ম্যাচে রাজস্থানের অধিনায়কত্ব করবেন আজিঙ্কা রাহানে। এছাড়া এই দলে নেই বেন স্টোকস, জস বাটলাররা। তাই কিছুটা হলেও চাপ অনুভব করবে দলটি।
ইনজুরির কারণে ইতিমধ্যে দেশে ফিরে গিয়েছেন দিল্লির দক্ষিণ আফ্রিকান রিক্রুট কাগিসো রাবাদা। তাই বোলিং বিভাগ নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তায় পড়তে হবে দিল্লিকে। তবে শেষ দেখায় রাজস্থানকে পরাজিত করেছিল দিল্লি। তাই আত্মবিশ্বাসের দিকে দিল্লি এগিয়ে আছে রাজস্থানের তুলনায়।
দিল্লি ক্যাপিটালস সম্ভাব্য একাদশঃ পৃথ্বী শ, শেখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিশভ পান্ত (উইকেটরক্ষক), কলিন ইনগ্রাম, অক্ষর প্যাটেল, শেরফানে রাদারফোর্ড, ক্রিস মরিস, জে সুচিত, অমিত মিশ্রা, ট্রেন্ট বোল্ট।
রাজস্থান রয়্যালস সম্ভাব্য একাদশঃ সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, আজিঙ্কা রাহানে, রিয়ান পরাগ, স্টুয়ার্ট বিনি, মহিপাল লমর্, ওশানে থমাস, শ্রেয়াস গোপাল, জয়দেব উনাদকাট, বরুন অ্যারন, অ্যাশটন টার্নার।