promotional_ad

বাঁচা-মরার ম্যাচ হায়দ্রাবাদের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। প্লে-অফ নিশ্চিত করতে হলে জিততেই হবে কেন উইলিয়ামসনদের। হারলেই ছিটকে পড়তে হবে টুর্নামেন্ট থেকে। জয়ের লক্ষ্য নিয়েই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে এম চেন্নাস্বামী স্টেডিয়ামে মাঠের লড়াইয়ে নামবে হায়দ্রাবাদ। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।


১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে আছে হায়দ্রাবাদ, সাথে রয়েছে বাড়তি নেট রান রেট, যা হায়দ্রাবারকে বাকি দলগুলোর তুলনায় প্লে-অফের দৌড়ে এগিয়ে রাখছে। কিন্তু আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই টম মুডির দলের।


হারানোর কিছু নেই ভিরাট কোহলির দলের, কেননা ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে তারা। পয়েন্ট টেবিলে একেবারেই তলানিতে আছে দলটি। তাই সম্পূর্ণ চাপহীন ক্রিকেট খেলে হায়দ্রাবাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে ব্যাঙ্গালুরু। একই সাথে দলের ঘরের মাঠের দর্শকদের জন্যও হায়দ্রাবাদকে হারাতে চাইবে দলটি।


promotional_ad

যদিও হায়দ্রাবাদের সাথে শেষবারের দেখায় ১১৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল ব্যাঙ্গালুরু। সেই ম্যাচে ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টোর দুটি শতকে দুইশ ছাড়ানো সংগ্রহ পেয়েছিল হায়দ্রাবাদ। কিন্তু এ যাত্রায় এই দুই ক্রিকেটারের একজনও নেই হায়দ্রাবাদ শিবিরে। তাই কিছুটা হলেও শক্তি হারাবে হায়দ্রাবাদ।


তাঁদের অবর্তমানে দলে যুক্ত হয়েছেন ওপেনার মার্টিন গাপটিল, অলরাউন্ডার মোহাম্মদ নবি। সাথে আছেন অধিনায়ক কেন উইলিয়ামসন এবং দারুণ ফর্মে থাকা মানিশ পান্ডে। ছন্দে থাকলে এই দল নিয়েও যে কোন দলকে হারাতে সক্ষম হায়দ্রাবাদ।


বোলিং শক্তিতে আবার অনেকটা এগিয়ে আছে হায়দ্রাবাদ। রশিদ খান, ভুবনেশ্বর কুমারের মতো অভিজ্ঞ বোলাররা রয়েছে এই দলে। ব্যাঙ্গালুরু সেই দিক থেকে কিছুটা আবার পিছিয়ে।


নিজেদের শেষ ম্যাচে পরাজিত হয়েছে হায়দ্রাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সুপার ওভারের ম্যাচে পরাজিত হতে হয়েছে দলটিকে, যা ছিল এবারের আইপিএলের দ্বিতীয় সুপার ওভার ম্যাচ। শেষ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে কোহলিদের। বৃষ্টির কারণে রাজস্থান রয়্যালসের বিপক্ষে সেই ম্যাচে কোন ফলাফল আসেনি।


সব মিলিয়ে বলা যায়, এম চেন্নাস্বামীর ছোট বাউন্ডারির মাঠে দর্শকদের জন্য অপেক্ষা করছে হাড্ডাহাড্ডি লড়াই।


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সম্ভাব্য একাদশঃ পার্থিব পেটেল (উইকেটরক্ষক), ভিরাট কোহলি (অধিনায়ক), শিমরন হেটমায়ার, হেইনরিচ ক্লাসেন, গুরকিরাত সিং মান, পাওয়ান নেগি, ওয়াসিংটন সুন্দর, উমেশ যাদব, নাভদিপ সাইনি, যুবেন্দ্র চাহাল।


সানরাইজার্স হায়দ্রাবাদ সম্ভাব্য একাদশঃ মার্টিন গাপটিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), মানিশ পান্ডে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), বিজয় শঙ্কর, মোহাম্মদ নবি, অভিষেক শর্মা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, খলিল আহমেদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball