আইপিএল শিরোপা যখন পেন্ডুলামের মতন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের ফাইনাল ছিল রোমাঞ্চকর। শেষ বল পর্যন্ত অনিশ্চিত ছিল ম্যাচটির ফলাফল। যদিও চেন্নাই সুপার কিংসকে হারিয়ে শেষ হাসিটা হেসেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে পুরো ম্যাচ জুড়েই পেন্ডুলামের মত দুলছিল আইপিএল ট্রফির ভাগ্য।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া মুম্বাই শুরুটা করেছিল দারুণ। উদ্বোধনী জুটিতে রান পেয়েছিল তারা। এরপর একশ'র মধ্যে পাঁচ উইকেট হারায় দলটি। উইন্ডিজ হার্ড হিটার কাইরন পোলার্ড বিপদে মুম্বাই এর হাল ধরেন, ৪১ রানের ইনিংস খেলে দলকে ১৪৯ রানের লড়াই করার মত সংগ্রহ এনে দেন তিনি।

লক্ষ্য সম্মানজনক, তবে জেতার পাল্লা ভারী ছিল চেন্নাইয়ের দিকে। ওপেনার শেন ওয়াটসন এবং ফাফ ডু প্লেসিস উদ্বোধনী জুটি স্বপ্ন দেখাচ্ছিল চেন্নাইকে। এরপর শেন ওয়াটসনের ৩১, ৪২ এবং ৫৫ রানে তিনবারের জীবন বারবারই ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছিল। ছন্দে থাকা চেন্নাইকে চাপে ফেলে দিয়েছিল ধোনির রান আউট। শেষের দিকে মালিঙ্গা এবং ক্রুনাল পান্ডিয়ার ওভারে ২০ রান করে নিয়ে চেন্নাইকে খেলায় ফিরিয়েছিলেন ওয়াটসন।
কিন্তু শেষ ওভারে এসে ওয়াটসনের রান আউট মুম্বাইকে আশা দেখায়। যদিও ম্যাচের লাগাম চেন্নাইয়ের হাতেই ছিল। শেষ বলে দুই রানের দরকার ছিল চেন্নাই এর। কিন্তু অভিজ্ঞতায় ঠাসা মালিঙ্গার অবিশ্বাস্য বোলিং বাঁধা হয়ে দাঁড়ায় ধোনি বাহিনীর সামনে, ইনিংসের শেষ বলে শার্দূল ঠাকুরকে স্লোয়ার ইয়র্কারে আউট করেন তিনি। টানটান উত্তেজনার ম্যাচ মাত্র ১ রানে জিতে যায় মুম্বাই। তুলে নেয় নিজেদের চতুর্থ আইপিএল ট্রফি। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ধোনি বলেন,
'আইপিএল ফাইনাল হিসেবে দুই দলই ছিল হাস্যকর। আমরা শুধু একে অপরের সাথে ট্রফি আদান-প্রদান করছিলাম। অনেক ভুল হয়েছিল আমাদের এবং মুম্বাইও একই কাজ করেছে। দিনশেষে জয়ী দল প্রতিপক্ষের তুলনায় একটি ভুল করে থাকে। আমার মনে হয় দারুণ একটি ফাইনাল হয়েছে। শেষ পর্যন্ত খেলা গড়িয়েছে।'
তবে পুরো আইপিএল জুড়েই ছন্দে ছিল না চেন্নাই, নিজ মুখেই স্বীকার করে নিয়েছেন অধিনায়ক ধোনি। তাঁর ভাষায়,
'দল হিসেবে আমরা ভালো একটি মৌসুম পার করেছি। কিন্তু আমার মনে হয় আমাদের পেছনে তাকানো উচিৎ দেখা উচিৎ কিভাবে আমরা ফাইনালে উঠেছি। আমার মনে হয় না বিগত বছরগুলোর মতো আমরা ভালো ক্রিকেট খেলে ফাইনালে উঠেছি। আমরা অনেক দিকেই ভালো খেলিনি। বিশেষ করে টুর্নামেন্টের শুরু থেকেই আমাদের মিডেল অর্ডার ভালো করছিল না, কিন্তু কোনভাবে আমরা মানিয়ে নিয়েছি। আজও সে রকমই হয়েছে। পরাজয় সবসময়ই বেদনাদায়ক। কিন্তু আজকের ম্যাচে আমাদের আরেকটু ভালো করা দরকার ছিল।'